বন্যার্তদের সাহাযার্থে নিউইয়র্কে বিএনপির অর্থ সংগ্রহ

বন্যার্তদের সাহাযার্থে নিউইয়র্কে বিএনপির অর্থ সংগ্রহ

অনলাইন ডেস্ক

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করেছে দলটির নিউইয়র্ক শাখার নেতা-কর্মীরা। গত সোমবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করে নিউইয়র্ক স্টেট বিএনপি।

সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান।

প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম দুলাল।

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে অলিউল্লাহ আতিকুর রহমান বলেন, “প্রবাসীরা ঢাকায় এয়ারপোর্টে অবতরণ করার পর যাতে কোন ধরনের হয়রানি-হেনস্তার স্বীকার না হোন সে ব্যবস্থা করতে হবে। একইভাবে স্বদেশ-স্বজনের সঙ্গে থাকার সময় কোন ধরনের সমস্যা হলেই যেন স্থানীয় প্রশাসন সহযোগিতা দেয়। কারণ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ আন্দোলনে প্রবাসীরাও ছিলেন।

আরও বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট বিএনপির সহ সভাপতি জসিমউদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইস উদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর এস আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, আশরাফ হোসেন ও বদরুল হক আজাদ।

news24bd.tv/DHL