দুদকে চলমান ৪১ এমপি-মন্ত্রীর দুর্নীতি অনুসন্ধানে তাদের পরিবারের সদস্য ও সম্ভব্য সহযোগীদের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দিয়েছে দুদক। একইসাথে ৪১ এমপি-মন্ত্রীর দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি।
বিগত ১৫ বছরে নজিরবিহীন সম্পদ বেড়ে যাওয়ায় অভিযোগে সম্প্রতি তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
এদিকে দেশে-দেশে-বিদেশে অঢেল সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়া তার ছোট ভাই তোফায়েল আহমেদ ও জোসেফের নামে বিভিন্ন জায়গায় কয়েকশ বিঘা জমি ক্রয় করেছেন বলেও জানিয়েছে দুদক।