ছাত্রদের ওপর ‘গরম পানি ঢালা’ পরামর্শদাতার গোপনে দেশত্যাগ

ছাত্রদের ওপর ‘গরম পানি ঢালা’ পরামর্শদাতার গোপনে দেশত্যাগ

অনলাইন ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন চলাকালে আওয়ামী পন্থী শোবিজের নামকরা কয়েকজন তারকাদের নিয়ে গঠিত হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যেখান থেকে আসতো অনেক নির্দেশনা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের বেশ কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে। যেখানে দেখা গেছে, আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলছেন শোবিজেরই কয়েকজন।

শুধু তাই নয়, সেই সময়ের ফেরদৌস-আরাফাত-রিয়াজের কিছু চাঞ্চল্যকর কথোপকথনও রয়েছে, যা শিউরে ওঠার মতো।

এর মধ্যে অভিনেত্রী অরুণা বিশ্বাসের মুখে বলতেও শোনা যায়, আন্দোলনে ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ংকর কথা। স্ক্রিনশটগুলো ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এর মাঝেই জানা গেছে, খুব গোপনে দেশ ছেড়ে কানাডায় পাড়ি দিয়েছেন অরুণা বিশ্বাস।

নাম প্রকাশে অনিচ্ছুক এই অভিনেত্রীর ঘণিষ্ঠসূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। শেখ হাসিনার সরকার পতনের পরপরই কানাডা চলে যান তিনি।

এর আগেও কানাডায় ছিলেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পর নিজের কৃতকর্মের পরিস্থিতি আঁচ করতে পেরেই দেশত্যাগ করেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরকে 'ঘুম পাড়ানো' বিষয়ে যা বললেন জাহারা মিতু

এদিকে অরুণা বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। তবে তার ফেসবুক ওয়াল ঘুরে দেখা যায় তিনদিন আগে কানাডার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে কমেন্ট বক্সে একজন লিখেছেন, 'প্রিয় দিদি লাভ সব সময়। শুভকামনা যেখানেই থাকো। ' ছবিটি সম্প্রতি তোলা নাকি আগেই তুলেছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন: 'আলো আসবেই' গ্রুপে অ্যাড হওয়া প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা 

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলেন- সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, অরুণা বিশ্বাস, ফেরদৌস ছাড়াও ছিলেন রিয়াজ, সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, স্বাগতা, বদরুল আনাম সৌদ, শমী কায়সার, তানভীন সুইটি, আশনা হাবীব ভাবনা, শামীমা তুষ্টি, জামশেদ শামীম, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, হৃদি হক, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, সাইমন সাদিক, জায়েদ খান, লিয়াকত আলী লাকী, নূনা আফরোজ, রোকেয়া প্রাচী, রওনক হাসান, আহসানুল হক মিনু, গুলজার, এস এ হক অলীকসহ অনেকে।

news24bd.tv/TR

এই রকম আরও টপিক