নাইজেরিয়ায় বোকো হারামের আক্রমণে অন্তত ৮১ জন নিহত

নাইজেরিয়ায় বোকো হারামের আক্রমণে অন্তত ৮১ জন নিহত

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ায় বোকো হারামের আক্রমণে অন্তত ৮১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এএফপির এক খবরে বলা হয়, নাইজেরিয়ার উত্তর-পুর্বাঞ্চলের ইওবে সন্দেভাজন বোকো হারামের আক্রমণে এই হত্যার ঘটনা ঘটেছে।

ইওবে স্টেট পুলিশের একজন কর্মী আব্দুল করিম ডুঙ্গাস বলেন, ওরা প্রায় ১৫০ জনের মতো ছিলো। প্রায় ৫০ টির বেশি মোটরসাইকেল নিয়ে এসছিলো।

ওদের সবার কাছে বন্দুক এবং গ্রেনেড ছিলো। এসব অস্ত্র নিয়ে ওরা প্রথমে মাফা গ্রামে ঢুকে হামলা চালায়।

তিনি আরও বলেন, তারা অনেককে গুলি করে হত্যা করে। অনেকের বাড়ি-ঘর পুড়িয়ে দেয়।

আমরা এখনো জানিনা কতজন মারা গেছে বা কতজন এখনো নিখোঁজ।
মি. ডুঙ্গাস বলেন, ওরা মূলত প্রতিশোধ নিলো। কিছুদিন আগে গ্রামের কিছু লোক ওদের দুইজন সদস্যকে হত্যা করে। তার প্রতিশোধ নিতেই এই হামলা হতে পারে বলে আমার ধারণা।
বুলামা জালালউদ্দিন নামে স্থানীয় একজন বলেন, ওরা ৮১ জনকে হত্যা করেছে।

স্থানীয় কতৃপক্ষ জানায় দেশের নিরাপত্তারক্ষী বাহিনী আসার আগেই গ্রামের মানুষ অন্তত ১৫ টি মৃতদেহ দাফন করে ফেলেছে। বাকিগুলো নিরাপত্তারক্ষী বাহিনীর সদ্যস্যরা আসার পর উদ্ধার করে।

প্রায় ১৫ বছর থেকে নাইজেরিয়ার উত্তর-পুর্বাঞ্চলে বিদ্রোহ করে আসছে বোক-হারাম। এই সময়ে তারা অন্তত ৪০ হাজার মানুষকে হত্যা করেছে।

সূত্র: ভয়েজ অফ আমেরিকা

news24bd.tv/JP