লুটের টাকার শূন্যতা পূরণে দরকার ২ লাখ কোটি: গভর্নর

ড. আহসান এইচ মনসুর

লুটের টাকার শূন্যতা পূরণে দরকার ২ লাখ কোটি: গভর্নর

অনলাইন ডেস্ক

লুটের টাকার শূন্যতা পূরণে দুই লাখ কোটি টাকা দরকার বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘লুট হওয়ার ফলে মূলধন যোগান দিতে গেলে কমপক্ষে ২ লাখ কোটি টাকা ছাপতে হবে। উচ্চ মূল্যস্ফীতির ফলে এটা করা যাবে না। তবে দ্রুততম সময়ে ওই ৮ ব্যাংকের লুটেরাদের সম্পদ চিহ্নিত করে বিক্রির মাধ্যমে আমানতের টাকা উদ্ধার করা হবে।

’ 

বুধবার (৪ সেপ্টেম্বর) প্রধান নির্বাহীদের সংগঠন এবিবির সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।  

গভর্নর বলেন, আমানতকারীদের অর্থ ফেরত দিতে না পারা ৮ ব্যাংককে আপাতত সীমিত আকারে তারল্য যোগান দেবে বাংলাদেশ ব্যাংক। তবে টাকা ছাপিয়ে নয়, বরং শক্তিশালী ব্যাংকগুলো ধার দেবে ধুকতে থাকা ব্যাংককে, গ্যারান্টর হবে কেন্দ্রীয় ব্যাংক।
news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক