ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে সরকারি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ছয় নারীসহ ৯ নকশাল নিহত হয়েছে।
ছত্তিশগড়ের রাজধানী রায়পুর থেকে প্রায় ৩৭৯ কিলোমিটার দক্ষিণে দান্তেওয়াড়া জেলার বাইলাডিলা পাহাড়ের কাছে জঙ্গল এলাকায় মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নকশাল বাহিনীর সঙ্গে আধাসামরিক বাহিনী ও পুলিশের যৌথ বাহিনীর গুলি বিনিময় শুরু হয়।
স্থানীয় প্রসাশনের কর্মকর্তাদের মতে, ওই এলাকায় বহু নকশাল জঙ্গির উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
আরও পড়ুন: ভারতে ট্রেনে গোমাংস নিয়ে ভ্রমণ সন্দেহে বৃদ্ধকে মারধর-হেনস্থা
ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবিও করেছে সরকারি বাহিনী।
সূত্রের খবর, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত রাজ্যটির সরকারি বাহিনীর সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে ১৫৪ জন নকশাল নিহত হয়েছে। ভারতের মধ্য ও পূর্ব অংশে বর্তমানে নকশালরা সক্রিয়।
news24bd.tv/JP