পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে পানিতে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত তানভীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়।
খেলার সাথীদের পুকুরে গোসল করতে দেখে তানভীরও পুকুরে নেমে পড়ে। তানভীর সাঁতার জানতোনা। সে পানিতে নেমেই তলিয়ে যায় ৷ পরে তাকে দেখতে না পেয়ে সাথে থাকা বন্ধুরা পরিবারকে খবর দেয়।
পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করা হয় । পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানা ওসি তদন্ত আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
news24bd.tv/JP