যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা। এতে আপালেচি হাইস্কুলে শিক্ষার্থী, শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ৯ জন।
বুধবার সকালে এ ঘটনা ঘটলেও গুলি ছোঁড়ার কারণ জানাতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী।
সিএনএন বলছে, নিহতদের মধ্যে দুজন শিক্ষক, দুজন শিক্ষার্থী। এ ঘটনায় কোল্ট গ্রে নামক ১৪ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জিবিআই এর ডিরেক্টর ক্রিস হোসে।
এই স্কুল জর্জিয়ার রাজধানী আটলান্টা থেকে ৪৫ মাইল বা প্রায় ৭২ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।