ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী শাকিলা আক্তার (৩৫) নিহত এবং স্বামী শাকিব গাজী (৪২) আহত হয়েছেন। বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপে ধাক্কা লেগে বাইকচালক শাকিল আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার বেলা পৌনে ১২টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কদ্বীপের সঙ্গে ধাক্কা লাগলে শাকিলা ঘটনাস্থলে নিহত হন এবং শাকিল আহত হন। শাকিলকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, শনিবার বাইক দুর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার...
এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত
অনলাইন ডেস্ক

মায়ের চোখের সামনে ট্রাক চাপায় শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ বাজারে ট্রাক চাপায় মো.মুজাক্কির নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সেনবাগ উপজেলার সেনবাগ বাজারের সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুজাক্কির নরসিংদী জেলার দুলালপুর গ্রামের ফকির বাড়ির মো.আকরামের ছেলে। আকরাম দম্পতি বর্তমানে সেনবাগের একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। নিহতের বাবা আকরাম জানান, মুজাক্কির একটু চঞ্চল ছিল। দুপুরের সে তার মায়ের সাথে সেনবাগ বাজারে যান। ওই সময় মায়ের হাত ধরে রাস্তার একপাশে হাঁটছিল। হঠাৎ মায়ের হাত ছেড়ে দৌড় দেয় ছেলেটি। তাৎক্ষণিক দ্রুত ছুটে আসা একটি ট্রাক সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে পিষে ফেলে দেড় বছরের শিশুটিকে। ঘটনাস্থলেই নিহত হয় শিশু মুজাক্কির। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে...
কুড়িগ্রাম সীমান্তে ২৪ বাংলাদেশিকে বিজিবি'র নিকট হস্তান্তর করলো বিএসএফ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:

কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক ২৪ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ মে) রাত ১ টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তের ৯৩২ নম্বর সীমানা পিলারের পাশে বিজিবি- বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফের পক্ষে ভারতীয় ০৩ বিএসএফ ব্যাটলিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন নেতৃত্ব দেন। এছাড়াও পতাকা বৈঠকের সময় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী, খলিশাকোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন বালারহাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার সাইদুর রহমানসহ বিজিবি,র ১০ সদস্য ও...
যে বক্তব্য শিখিয়ে বাংলাদেশে পুশ-ইন করছে বিএসএফ
অনলাইন ডেস্ক

বাংলাদেশে গত কয়েক সপ্তাহে চার শতাধিক মানুষকে পুশ ইন করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে ভারত। যাদের পুশ ইন করা হয়েছে, তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের নাগরিকও যারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। ভারত থেকে ঠেলে বাংলাদেশে পুশ ইন করার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-এর সামনে পড়লে কী বলতে হবে তাও শিখিয়ে দিচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সদস্যরা। শনিবার (২৪ মে) প্রকাশিত বিবিসি বাংলার এক প্রতিবেদন এসব তথ্য জানা যায়। গত শনিবার ভোরে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে ভারত থেকে পুশ ইনের মাধ্যমে এসে বিজিবির হাতে আটক হয়েছেন জাহানারা খাতুন। জাহানারা খাতুন বলেছেন, ভারত থেকে ঠেলে বাংলাদেশে ঢোকানোর সময় বিজিবির সামনে পড়লে কী বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছিল বিএসএফ সদস্যরা। তিনি বলেন, ওরা বলল যে, যদি ধরা পড়ো তাহলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর