<p style="text-align:justify">জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক পরিচালক (বর্ডার উইং) ও নর্দান ইউনিভার্সিটির বর্তমান রেজিস্টার কমোডর (অব.) মনিরুল ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।</p>
<p style="text-align:justify">আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।</p>
<p style="text-align:justify">উল্লেখ্য, মনিরুল ইসলামের বিরুদ্ধে গুলশান ও যাত্রাবাড়ী থানার হত্যা, জমি দখলসহ মোট তিনটি মামলা রয়েছে।</p>
<p style="text-align:justify"><a href="https://www.news24bd.tv/"><span style="color:#bdc3c7">news24bd.tv</span></a><span style="color:#bdc3c7">/SHS&nbsp;</span></p>
শেখ হাসিনার সঙ্গে কথোপকথন, সেই আ.লীগ নেতা গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথোপকথনকারী বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে রাষ্ট্রদ্রোহিতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে বরগুনার থানার উপপরিদর্শক শামিম আহম্মেদ বাদী হয়ে সোমবার বরগুনা থানায় তার নামে মামলা করেন। জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে। তিনি বরগুনা জেলহাজতে রয়েছেন।
প্রসঙ্গত, গত ১২ আগস্ট রাত ৮টার দিকে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির তার আমতলাপাড় বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ভিডিওটি পর্যালোচনায় বাদী দেখতে পান, অন্তর্বর্তী সরকারকে উৎখাতের যড়যন্ত্রের অংশ হিসেবে ১২ আগস্ট রাত ৮টার দিকে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ...
শেখ হাসিনার বিরুদ্ধে এবার সাবেক সেনা কর্মকর্তার গুমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
গুমের অভিযোগে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করলেন সাবেক এক সেনা কর্মকর্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে অভিযুক্ত করেছেন তিনি।
সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল হাসিনুর রহমানের দাবি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করায় তাকে অন্যায়ভাবে গুম ও বহিষ্কার করা হয়। দুই দফায় দেড় বছরের বেশি সময় তাকে থাকতে হয়েছে আয়নাঘর নামক ভয়ঙ্কর অন্ধকার ঘরে।
অভিযোগ নিয়ে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে যান হাসিনুর। শেখ হাসিনা ও তৎকালীন ডিজিএফআই প্রধানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
গুমের কারণ হিসেবে তিনি জানান, ভারতবিরোধী মনোভাব ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ধারণ করাই কাল হয়েছে তার।...
ছেলেধরা সন্দেহে নারীকে পিটিয়ে হত্যা: ১ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
বাড্ডায় ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেণু নামে এক নারীকে গণপিটুনিতে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড ও চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসাথে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালত এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ ওরফে আজাদ মণ্ডল, কামাল হোসেন ও আসাদুল ইসলাম।
রেণু বেগমের দুই সন্তানের দাবি, এমন নৃশংসভাবে আর কোনো হত্যাকাণ্ড না হোক এ দেশে। আর যেন কেউ এভাবে এতিম না হয়।
২০১৯ সালের ২০ জুলাই...