গণমাধ্যমের স্বাধীনতা এই সরকারের প্রধান প্রাধান্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথাও জানান। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে নতুন বাংলাদেশের গণমাধ্যম শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন। এসময় বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান। বিগত আওয়ামী লীগ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম আইন করে নিয়ন্ত্রণ করেছে, মিডিয়াগুলোতে তাদের মন মত সংবাদ করতে বাধ্য করেছে বলে মন্তব্য করে প্রেস সচিব বলেন, ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর স্বদিচ্ছার ওপর।...
গণমাধ্যমের স্বাধীনতা অন্তর্বর্তী সরকারের প্রাধান্য: শফিকুল আলম
নিজস্ব প্রতিবেদক
৫ আগস্টের পর মিথ্যা মামলা বাণিজ্য চলছে: আইজিপি
নিজস্ব প্রতিবেদক
পুলিশ সদস্যদের তাদের কার্যক্রমের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। শৃঙ্খলা ভঙ্গ করলে কোনো ছাড় নয় বলেও জানান তিনি। বৃহস্পতিবার দায়িত্ব নেয়ার পর পুলিশ হেডকোয়ার্টার্সে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এ কথা বলেন আইজিপি। এসময় তিনি আরও বলেন, পাঁচ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ এই মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে। মামলা বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে। ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না। আইজিপি বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাবো না। জনগণের সাথে পুলিশকে বিনয়ী আচরণ করতে হবে। আইজিপি বলেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে বিশ্বাস আমার। অবাধ...
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ
নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফয়েজ আহম্মদ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। ফয়েজ আহম্মদ (আহম্মদ ফয়েজ নামে পরিচিত) বর্তমানে ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপ্রত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। news24bd.tv/FA
ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মন্তব্য করেছেন, বাংলাদেশে নয়, বরং ভারতেই শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) নারায়ণগঞ্জের পূর্বাচলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। গত ২ ডিসেম্বর ভারতের বিধানসভার শীতকালীন অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ কামনা করেছিলেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশে নয়, ভারতেই শান্তিরক্ষী বাহিনী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর