হবিগঞ্জের মাধবপুর উপজেলার নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের আহ্বায়ক আতাউস ছামাদ বাবুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আতাউস ছামাদ উপজেলার চৈতন্যপুর গ্রামের আব্দুর রউফ মেম্বারের ছেলে। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন আতাউস ছামাদ বাবু। ৪ আগস্ট তার নেতৃত্বে মাধবপুরে ছাত্র-জনতার ওপর হামলা এবং সরকারি ও বেসরকারি স্থাপনা ভাঙচুর চালানোর অভিযোগ আছে। তার বিরুদ্ধে ভাঙচুরের ঘটনায় মামলাও রয়েছে। এ বিষয়ে মাধবপুর থানার (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৪ আগস্ট মাধবপুরে ছাত্র-জনতার উপর হামলা এবং সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। শুক্রবার তাকে...
মাধবপুরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
আইনজীবী সাইফুল হত্যা: যুবক গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস (২৭) একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন কৈনপুরা এলাকায় দোকানের মোড়ে থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। জানা যায়, রিপন দাস নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা হরস চন্দ্র লেইন সাধুর বাড়ির মৃদুল দাসের ছেলে। সে চকবাজারে মেডিসিন সপ নামে একটি ফার্মেসিতে চাকরি করতো। আটক রিপন এজাহারভুক্ত আসামি না হলেও অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করে পুলিশ। চাতরী কৈনপুরা ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই চন্দ্র দে জানান, কয়েকদিন থেকে জেলেপাড়া এলাকায় তাকে দেখা যায়। তবে কার বাড়িতে সে আত্মগোপনে ছিল সেটা জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মো.রইচ উদ্দিন...
গোপালগঞ্জে ডোবা থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫নভেম্বর) সন্ধ্যায় গোপালগঞ্জ পৌর এলাকার চাপাইল পোদ্দারের চর গ্রামের ডোবা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান জানান, সন্ধ্যায় চাপাইল পোদ্দারের চর গ্রামের একটি ডোবায় অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ দেখতে পায় এলাকাবাসী। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। মরদেহের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে। news24bd.tv/নাহিদ...
ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রি
ঠাকুরগাঁও প্রতিনিধি
ডিসেম্বরের শুরু থেকেই ঘন কুয়াশায় ঢেকে গেছে ঠাকুরগাঁওয়ের আকাশ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির মতো ঝিরঝির করে পড়তে থাকে কুয়াশা। সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় গ্রামাঞ্চল ও শহরের সড়কগুলো কুয়াশায় ঢেকে থাকছে। সূর্যের কিরণ ছড়ালেও অনুভূত হচ্ছে প্রচণ্ড শীত। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। ঘন কুয়াশার কারণে ধীরগতিতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে সকল প্রকার যানবাহন। ঠাকুরগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের কোনো কার্যালয় নেই। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঠাকুরগাঁও কার্যালয় স্থানীয় তাপমাত্রার হিসাব রাখে। এই দপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। জয়নাল আবেদিন নামে এক পথচারী বলেন, গত ৫-৬ দিন ধরে শীত ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর