‌‘কিছু করতে পারবে না যুক্তরাষ্ট্র’

ট্রাম্প-রেন ঝেংফি

‌‘কিছু করতে পারবে না যুক্তরাষ্ট্র’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়ের বিরুদ্ধে আমেরিকা যতই প্রচারণা চালাক না কেন তারা এ কোম্পানিকে ধ্বংস করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কোম্পানির প্রধান রেন ঝেংফি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ দাবি করেন চীনের সবচেয়ে বড় টেলি-কোম্পানিটির প্রতিষ্ঠাতা রেন ঝেংফি।  

বলেন, আমাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত হওয়ায় আমেরিকা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না।

বর্তমানে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচনার মুখে রয়েছে হুয়াওয়ে।

পাশ্চাত্য এ টেলি-কোম্পানিটিকে সন্দেহের চোখে দেখে থাকে।

সম্প্রতি, মার্কিন সরকার অভিযোগ তুলেছে, গুপ্তচরবৃত্তির চেষ্টা চালিয়েছে হুয়াওয়ে। এ নিয়ে পশ্চিমা দেশগুলো হুয়াওয়ে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে।

এদিকে, হুয়াওয়ে এবং মেংয়ের বিরুদ্ধে অর্থ পাচার, ব্যাংক জালিয়াতি এবং বাণিজ্যিক গোপনীয়তা চুরির অভিযোগে মামলা দায়ের করেছে আমেরিকা।

তবে এ ব্যাপারে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে হুয়াওয়ে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর