সচিব পদে বড় রদবদল হয়েছে। তিন অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত তিন প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পাঁচ মাস পর পূর্ণ সচিব পেয়েছে তথ্য কমিশন। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের পরিচালক, অতিরিক্ত সচিব হাওলাদার মো. রকিবুল বারীকে প্রেষণে তথ্য কমিশনের সচিব নিয়োগ দেওয়া হয়েছে। গত বছরের ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর ঢিলেঢালাভাবে চলছিল তথ্য কমিশনের কার্যক্রম। গত ৫ সেপ্টেম্বর প্রধান তথ্য কমিশনার আবদুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক পদত্যাগ করেন। গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করে সরকার। গত বছরের ৩ সেপ্টেম্বর তথ্য কমিশনের সচিব জুবাইদা নাসরীনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তারপর একজন অতিরিক্ত সচিবকে তথ্য কমিশনের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ...
সচিব পদে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটে বিমানবন্দরের সিদ্ধান্তে উদ্বিগ্ন ভারত, ত্রিপুরায় বিমানবন্দর চালুর উদ্যোগ
অনলাইন ডেস্ক

বাংলাদেশ সরকার লালমনিরহাটের দীর্ঘদিন পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগে নিয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির আশঙ্কা, বিমানবন্দরটির পুনরায় চালু করার প্রক্রিয়ায় চীনের সম্পৃক্ততা রয়েছে। এর ফলে ভারতের নিরাপত্তাজনিত হুমকি সৃষ্টি করতে পারে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, লালমনিরহাট বিমানবন্দর ভারতের সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে এবং কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ সিলিগুড়ি করিডর বা চিকেন নেক-এর খুব কাছাকাছি অবস্থিত। যদিও বাস্তব মানচিত্রে লালমনিরহাট থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব প্রায় ১৬০ কিলোমিটার, তথাপি প্রতিবেশী দেশের এই উদ্যোগকে সতর্ক দৃষ্টিতে দেখছে নয়াদিল্লি। প্রতিবেদনে বলা হয়, ভারত মনে করছে, চীন যদি এই বিমানবন্দর পুনর্গঠনে সহায়তা করে, তাহলে তা ভবিষ্যতে ফাইটার জেট, রাডার ও...
বাংলাদেশিদের ড্রোন প্রশিক্ষণ দেবে চীন
অনলাইন ডেস্ক

বাংলাদেশিদের জন্য ড্রোন প্রযুক্তিতে প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে চীন। আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে ঢাকায় চীনা দূতাবাস। মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ এপ্রিল জাতীয় সংসদ ভবনে একটি চীনা ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ এবং চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে এই আয়োজনটি বিশেষ গুরুত্ব বহন করে। এই ধারাবাহিকতায় চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপ, বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশটির কারিগরি কর্মীদের জন্য এক মাসব্যাপী বিনামূল্যের ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে। প্রশিক্ষণটি আগামী জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি সাংহাইয়ে অনুষ্ঠিত হবে এবং ইংরেজি মাধ্যমে পরিচালিত হবে। প্রশিক্ষণ...
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারে এ পর্যন্ত যত ব্যয় সরকারের
অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, শহীদ পরিবারদের সঞ্চয়পত্র এবং আহতদের চেক বাবদ এখন পর্যন্ত সরকারের মোট ব্যয় হয়েছে ২৮৫ কোটি ১৮ লাখ টাকা। মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে সরকারের উদ্যোগ তুলে ধরেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। স্বাস্থ্য অধিদপ্তর এবং এমআইএস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ১৫ হাজার ৩৯৩ জন চিকিৎসা নিয়েছেন। যার মধ্যে ৩৩৮ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে ৪০ জন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে ১১ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং রাশিয়া পাঠানো হয়েছে। তাদের চিকিৎসা বাবদ সরকারের ৬১ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। আরও ২৮ জন জুলাই যোদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর