গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণার পর এবার সেই কর্মসূচির প্রতিবাদ এবং স্বৈরাচারী আওয়ামী লীগের বিচারের দাবিতে একই স্থানে পাল্টা গণজমায়েতের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শনিবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানান সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি জানান, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে রোববার (১০ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে এ গণজমায়েত অনুষ্ঠিত হবে।
ছাত্র-জনতার প্রতি সতর্কতা জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, শুধু রাজধানী শহরেই নয়, সব জেলা পর্যায়ে এই থিমে কর্মসূচি আহ্বানের নির্দেশনা জানানো যাচ্ছে। এক্ষেত্রে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত যাতে করে...
গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শ্রম উপদেষ্টার
অনলাইন ডেস্ক
শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের সদস্যরা যদি কোনো ধরনের কর্মসূচি আয়োজনের চেষ্টা করেন, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।
শনিবার (৯ নভেম্বর) উপদেষ্টা তার ফেসবুক পেজে এক পোস্টে এসব জানান। আসিফ মাহমুদ আরও বলেন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না এবং দেশের নিরাপত্তা রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিন এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে মিছিল বা সমাবেশের কোনো অনুমতি দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।তিনি বলেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই।...
আওয়ামী লীগকে মিছিল-সমাবেশের অনুমতি দেওয়া হবে না: প্রেস সচিব
আওয়ামী লীগকে ফ্যাসিবাদী সংগঠন উল্লেখ করে তাদের কোনো রাজনৈতিক মিছিল-সমাবেশের অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার বিকেলে এক ফেসবুক পোস্টে শফিকুল আলম লেখেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ করার কোনো সুযোগ নেই।
পোস্টের প্রেস সচিব আরও লেখেন, গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ সমাবেশ, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণাঙ্গ মোকাবেলা করা হবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাস্ত করবে না।
জানতে চাইলে বাসসকে শফিকুল আলম বলেন, এত বড় গণহত্যা চালানোর পরও দলটির মধ্যে কোনো ধরনের অনুশোচনা নেই। এই গণহত্যাকারী দলটি রাজনৈতিক কর্মসূচির নামে কোনো...
মৎস্য খাতের বৈষম্য দূর করতে সরকার কাজ করছে: উপদেষ্টা
অনলাইন ডেস্ক
মৎস্যজীবী ও মৎস্য খাতের বৈষম্য দূর করতে সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। শনিবার (৯ নভেম্বর) সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ফরিদা আখতার বলেন, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তারাই প্রকৃত মৎস্যজীবী। এ খাতে কোনো ব্যবসায়ীকে অন্তর্ভুক্ত করা যাবে না। নারী মৎস্যজীবীদেরও স্বীকৃতি দেওয়া এবং তাদের মজুরি বৈষম্য দূর করতে হবে। সমর্থন ও সুযোগ-সুবিধা দিলে মৎস্যজীবীরা আর আর্থিকভাবে পিছিয়ে থাকবে না।
তিনি আরও বলেন, বাংলাদেশের মেরিন ফিশারিজের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে দেশ দারিদ্র্যমুক্ত হতে পারে। সরকার গভীর সমুদ্রে মৎস্য আহরণের জন্য আধুনিক ভেসেল আনার চেষ্টা করছে এবং বৈজ্ঞানিক গবেষণায় আরও বিনিয়োগ করছে। ইলিশ মাছের উৎপাদন বাড়ানোর জন্য মাইগ্রেটরি...