সাত উপজেলায় ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত

প্রতীকী ছবি

সাত উপজেলায় ইভিএমে ভোটগ্রহণের সিদ্ধান্ত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ১২৭ উপজেলার মধ্যে সাতটি সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সে অনুযায়ী, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিও প্রণয়ন করা হচ্ছে।

আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের ভোটগ্রহণ করা হবে। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সোমবার জানিয়েছিলেন, তৃতীয় ধাপ থেকে সদর উপজেলাগুলোয় ইভিএমে ভোটগ্রহণ করার চেষ্টা করব।

নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখায় মঙ্গলবার খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে। তৃতীয় ধাপে ১৩টি সদর উপজেলা থাকলেও ইভিএমে সাতটি উপজেলার ভোটগ্রহণ করার প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। উপজেলাগুলো হলো- রংপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, কক্সবাজার, কিশোরগঞ্জ, নরসিংদী ও মানিকগঞ্জ সদর।

নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক মো. রশিদ মিয়া ইতিমধ্যে এ সংক্রান্ত একটি নির্দেশনা জ্যেষ্ঠ জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে- আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় তৃতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩টি সদর উপজেলার মধ্যে সাতটিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণের সিদ্ধান্ত সক্রিয় বিবেচনাধীন রয়েছে। এ লক্ষ্যে দক্ষ জনবল তৈরির উদ্দেশে উল্লিখিত সাতটি সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়/ মাধ্যমিক বিদ্যালয়/ জলেজের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন শিক্ষকদের দুই দিনব্যাপী হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হবে।

‘প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের পরবর্তীতে পাঁচ দিনব্যাপী ডেমোনেস্ট্রেশনসহ ভোটগ্রহণ কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এ অবস্থায় উপজেলা নিরবাচনের জন্য সম্ভাব্য কেন্দ্র ভিত্তিক তথ্য-প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তিনজন করে শিক্ষকের নামের তালিকা প্রয়োজন। ’

তাই ওই সাত সদর উপজেলার শিক্ষকদের নামের তালিকা আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে পাঠানোর জন্য সংশ্লিষ্ট জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন বর্তমানে উন্নতমানের ইভিএম দিয়ে ভোটগ্রহণ করছে। জাতীয় সংসদ নির্বাচনেও ছয়টি আসনের পুরোটাই এসব ইভিএমে ভোটগ্রহণ করেছে। যদিও ফলাফল যত দ্রুততার সঙ্গে প্রকাশ করার কথা জানিয়েছিল, তত দ্রুত প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। তবে মেশিনগুলোতে কোনো সমস্যার সম্মুখীন না হয়েই ভোটগ্রহণ সম্পন্ন করা গেছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর