জুলাই-আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সরকার ও জেলা পরিষদ কর্তৃক আর্থিক অনুদানের সঞ্চয়পত্র ও চেক হস্তান্তর করা হয়েছে। রোববার বিকেলে জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম শহীদ পরিবারের মাঝে চেক ও সঞ্চয়পত্র তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, জেলা পরিষদের নির্বাহী আফসানা ইয়াসমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক সজীব সরকার ও যুগ্ম আহবায়ক মেহেদী হাসানসহ শহীদ পরিবার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জ জেলার ১৩টি শহীদ পরিবারের মধ্যে ১০টি পরিবারকে সরকারের পক্ষ থেকে জনপ্রতি ১০ লক্ষ টাকা করে এক কোটি টাকার সঞ্চয়পত্র ও জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে জনপ্রতি ২ লক্ষ টাকা করে ১৩ পরিবারের মাঝে ২৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়। আলোচনা সভায় জেলা...
সিরাজগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি

গঙ্গাচড়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ, মামলা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়ায় পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদ মিয়া নামে (১৩) এক কিশোরের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার রাতে গঙ্গাচড়া মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত শহিদ মিয়া উপজেলার লক্ষীটারী ইউনিয়নের পূর্ব ইচলি (পূর্ব পাড়া) গ্রামের শরিফুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গত শনিবার (৩ মে) দুপুর ১ টার দিকে ওই শিশু নিজ বাড়িতে প্রতিবেশী শিশুদের সাথে খেলা করছিল। খেলা করাকালে শহিদ মিয়া ওই শিশুকে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির বড়বোন শিশুটিকে খুঁজতে শাহিদের বাড়িতে যায়। পরে শিশুটিকে বিছানায় উলঙ্গ অবস্থায় রেখে শহিদ পালিয়ে যায়। পরে শিশুটিকে গঙ্গাচড়া হাসপাতালে নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন...
ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্ম বিরতি পালন
ঝিনাইদহ প্রতিনিধি:

বাংলাদেশ বিচারবিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখা সোমবার সকালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান, বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান বন্টকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণ নিজ নিজ কর্মক্ষেত্রে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বাত্মক শাস্তি পূর্ণভাবে কর্মবিরতি পালন করে। এ সময় বিচার বিভাগীয়...
চুয়াডাঙ্গায় অনিয়ম-বৈষম্যের প্রতিবাদে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় অনিয়ম ও বৈষম্য দূর করার দাবিতে কর্মবিরতি পালন করেছে জেলা আদালত ও ট্রাইবুনাল কর্মচারীরা। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জজ কোর্ট চত্বরে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা শাখার আয়োজনে কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি নজরুল ইসলাম, সংগঠনের সিনিয়র নেতা সুভাষ কুমার, আব্দুল্লাহ আল মামুন মাজিদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিচার বিভাগে বিদ্যমান সকল বৈষম্য দূর করতে হবে। সহায়ক কর্মচারীদেরকে জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান করতে হবে। বিদ্যমান জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করতে হবে। যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নেরও দাবি করেন তারা।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর