খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক
<p style="text-align:justify">শনিবার সন্ধ্যায় খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। নগরীর ডাকবাংলা মোড়ে স্থানীয় ছাত্র-জনতার একটি মিছিল এসে এই হামলা চালায়। হামলার ফলে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।</p>
<p style="text-align:justify">হামলাকারীরা জাতীয় পার্টির খুলনা মহানগর ও জেলা কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলে এবং ভেতরে প্রবেশ করে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে তারা ভাঙা মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।</p>
<p style="text-align:justify">খুলনা থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুল গিয়াস জানিয়েছেন, হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।</p>
<p style="text-align:justify">এদিকে, খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিদুল ইসলাম বাপ্পি জানিয়েছেন, তাদের সংগঠনের সঙ্গে হামলার কোন সম্পর্ক নেই।</p>
<h3 style="color:#aaaaaa; font-style:italic"><span style="font-size:14px">news24bd.tv/FA</span></h3>
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালীর সদর উপজেলায় ভাতিজাদের মারধরে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাকিমপুর গ্রামের আবু ছায়েদ মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আবু ছায়েদ (৭০) ওই ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত মমিন উল্যার ছেলে এবং তিনি দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
নিহতের শালা নোয়ান্নই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকিউল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভগ্নিপতি আবু ছায়েদের সাথে দীর্ঘ দিন থেকে জায়গা সম্পত্তি নিয়ে তার ভাতিজাদের সাথে বিরোধ চলছিল। দুপুরের তিনি তার বাড়ির একটি সুপারি গাছ থেকে সুপারি পাড়তে গেলে তার ভাতিজা হাসান ও হোসেন বাধা দেয়। ওই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে এ নিয়ে ভাতিজারা তাকে মারধর করলে তিনি ঘটনাস্থলেই মারা...
শেরপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের আন্ধারিয়া নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হচ্ছে ওই এলাকার মো. সুলতান মিয়ার ছেলে মাহিন মিয়া (৬) ও মো. মনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ হোসেন (৫)। স্থানীয় কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার জাহান দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মাহিন ও জুনায়েদ হোসেন শনিবার বিকেলে খেলতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। সন্ধ্যার পর অভিভাবকরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে নেমে শিশু দুটির লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে ওই পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় তারা।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় ইউপি...