বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) পাবনা জেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে শহরের সোনাপট্টিতে বাজুস পাবনা শাখার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. জয়নাল আবেদীন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক উত্তম ঘোষ, বাজুস কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মো. আলী হোসেন, বাজুস রাজশাহী বিভাগের বিভাগীয় প্রতিনিধি মো. আশরাফুল ইসলাম অপু। মতবিনিময় সভার প্রধান অতিথি জয়নাল আবেদীন খোকন বলেন, বাজুস তৈরি হওয়াতে সারাদেশে জুয়েলার্স ব্যবসায়ীরা সংগঠিত হয়েছে, বাজুস আজ দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। বাজুস ক্রেতাদের ঠকানোর হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছে। ক্রেতাদের আস্থা অর্জন করতে পেরেছে বাজুস। বাজুস স্বর্ণের দর আন্তর্জাতিক বাজারদর...
পাবনায় বাজুসের মতবিনিময় সভা
পাবনা প্রতিনিধি
মাদারীপুরে নারীর ভুল অস্ত্রোপচার, হাসপাতালে স্বজনদের ক্ষোভ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলার নুর জেনারেল হাসপাতালে এক নারীর জরায়ু টিউমারে ভুল অস্ত্রোপচারের অভিযোগ উঠেছে। এর ফলে মৃত্যুশয্যায় রয়েছে রোগী। ফলে ওই নারীর স্বজনরা দোষীদের বিচারের দাবিতে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে হাসপাতালে ভিড় করে ক্ষোভ প্রকাশ করেন। সেই সাথে উন্নত চিকিৎসার মাধ্যমে ওই নারীকে সুস্থ করার দাবিও তোলেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। এদিকে ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের দুর্গাবদ্দি গ্রামের রিপন বেপারীর স্ত্রী মিনা বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। বিষয়টি নিয়ে শুক্রবার রাতে নুর জেনারেল হাসপাতালে আসেন। তখন হাসপাতালে ইমরান খান নামে এক চিকিৎসক অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করানোর আশ্বাস দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। সেই কথা অনুযায়ী রিপন বেপারী টাকা দিয়ে...
বাংলাদেশের ঐক্য নিয়ে ভারতীয় গণমাধ্যম গুজব ছড়াচ্ছে: মানজুর আল মতিন
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন বলেছেন, দোয়ারা বাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। সত্য ঘটনা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে হামলার ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার মংলার গাঁও পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মানজুর আল মতিন বলেন, বাংলাদেশ এখন হিন্দু-মুসলমানের ঐক্যের বাংলাদেশ। দোয়ারা বাজারে পবিত্র কোরআন অবমাননাকে কেন্দ্র করে যখন হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি ঘরে হামলার চেষ্টা করে তখন মসজিদের ইমাম ও মাওলানা তাদের রক্ষা করেছেন। বিষয়টি সারাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি আরও বলেন, পবিত্র কোরআন অবমাননাকারী আকাশ দাসের শাস্তি হোক আমরা চাই, তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বাড়িঘরগুলো...
নেত্রকোনায় ট্রেনের ধাক্কায় পথচারী নিহত
অনলাইন ডেস্ক
ট্রেনের ধাক্কায় নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মো. ইদ্রিস আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) বিকালে সাড়ে তিনটার দিকে উপজেলার বরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে। ইদ্রিস আলী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে গিয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত বৃদ্ধ উপজেলার গুমুরিয়া গ্রামের সেকান্দর আলীর ছেলে। বারহাট্টা স্টেশনের মাস্টার মোজাম্মেল হক জানান, সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হয়তো কানে শুনেননি। ধাক্কা খেয়ে পড়ে গিয়ে মারা গেছেন। এ ঘটনায় জিআরপি পুলিশের আইসিকে জানানো হয়েছে। জিআরপি পুলিশের মোহনগঞ্জের দায়িত্বে থাকা (আইসি) ফজলুর রহমান জানান, খবর পেয়েই হাসপাতালে গিয়ে দেখি তিনি মারা গেছেন। বারহাট্টা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর