অন্ননালি, পাকস্থলীসহ পরিপাকতন্ত্রের সব অংশ বিভিন্ন স্তরে বিন্যস্ত। সবচেয়ে ভেতরের দিকের অংশকে মিউকোসা স্তর বলে। পাকস্থলী ও ডিওডেনামের সবচেয়ে ভেতরের এই মিউকোসা স্তরে ক্ষত হলে পেপটিক আলসার ডিজিজ বলে।
লক্ষণ ও উপসর্গ : পেটের উপরিভাগে ব্যথা এই রোগের প্রধান লক্ষণ। এ ছাড়া পেটের উপরিভাগে জ্বালাপোড়া, বমি ভাব বা বমি, ক্ষুধামান্দ্য, পেটের উপরিভাগে অস্বস্তি অনুভব হওয়া ইত্যাদি রোগটির মূল উপসর্গ। এসব আলসার থেকে অনেক সময় অলক্ষে রক্তক্ষরণ হয়ে শুধু রক্তশূন্যতা নিয়েও রোগীরা আসতে পারে। আর কিছু রোগীর ক্ষেত্রে রক্ত বমিও হতে পারে। এ ছাড়া কারো ক্ষেত্রে (বিশেষত ব্যথানাশক ওষুধ খাওয়ার ফলে) আলসার হলে কোনো উপসর্গ না-ও থাকতে পারে।
চিকিৎসা : যেহেতু পেপটিক আলসার সাধারণত হেলিকোব্যাক্টর পাইলোরি নামক জীবাণুর কারণে হয়ে থাকে, তাই ব্যাকটেরিয়াকে ধ্বংসকারী অ্যান্টিবায়োটিকই...
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদ। শনিবার (৩০ নভেম্বর) বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপদকালীন সময়ে ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে প্রক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
এই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিধি ও হিসাব রক্ষণ পদ্ধতি সংক্রান্ত প্রবিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পারিতোষিক প্রাপ্যতা সাপেক্ষে অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. শেখ ফরহাদকে মূল...
মানবদেহের ওজন বহনকারী যেকটি অস্থিসন্ধি রয়েছে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হাঁটু। এই হাঁটুর ব্যথা প্রধানত বয়স্ক ব্যক্তিদের বেশি হয়ে থাকে। এটি একটি সাধারণ সমস্যা যা বয়স্ক থেকে শুরু করে তরুণদের মধ্যেও দেখা দিতে পারে। সাধারণত পুরুষের তুলনায় নারীদের এই সমস্যা বেশি হয়ে থাকে। তবে সঠিক চিকিৎসা ও যত্নের মাধ্যমে হাঁটুর ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
হাঁটুর ব্যথা প্রতিরোধে করণীয়গুলো দেখে নিন নিম্নে-
* হাঁটু জয়েন্টগুলোতে চাপ কমাতে একটি স্বাস্থ্যকর ওজন বজায় রাখুন।
* দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা ভারী কাজ এড়িয়ে চলুন।
* প্রতিদিন হালকা ব্যায়াম করুন।
* সঠিক ভঙ্গিতে বসা ও হাঁটার অভ্যাস করুন।
* পুষ্টিকর খাবার (যেমন ক্যালসিয়াম ও ভিটামিন ডি) গ্রহণ করুন।
* পর্যাপ্ত পানি পান করুন।
লেখক : অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান, ল্যাবএইড...
বিদেশে প্রশিক্ষণরত চিকিৎসকদের দেশে না ফেরা জাতীয় অপচয় : স্বাস্থ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে চিকিৎসকদের দেশে না ফেরা দেশের বড় অপচয় । সম্প্রতি দেশের বাইরে প্রশিক্ষণ নিতে গিয়ে ৪০ জনেরও বেশি চিকিৎসকের দেশে না ফেরায় একথা বলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, দরিদ্র দেশে এই অপচয় কীভাবে ঠেকাবেন?
শনিবার দুপুরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে বিশ্ব মুভমেন্ট ডিসঅর্ডার দিবস পালন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
তিনি জানান, বিদেশে উচ্চতর চিকিৎসা শিক্ষা নিতে যাওয়া ৪০জন শিক্ষার্থীদের কয়েকবার চিঠি দিয়েও কাজ হয়নি। তাই দেশে ফেরার শর্তসাপেক্ষে বিদেশে প্রশিক্ষণ নিতে বা উচ্চতর শিক্ষার জন্য যেতে পারবেন ডাক্তাররা।
নূরজাহান বেগম বলেন, মহামারি বা দুর্যোগকালে কাউকে চিকিৎসা নিতে দেশের বাইরে যেতে হয়নি। দেশেই সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে...