প্রায় ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
রাজবাড়ী প্রতিনিধি
ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া-মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ২ ঘণ্টা ৪৫ মিনিট বন্ধ থাকার পর আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে রোববার (৩ নভেম্বর) ভোর ৪ টা ৪৫ মিনিট থেকে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ঘাট কর্তৃপক্ষ জানায়, ভোর রাত ৪টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। ভোর ৪ টা ৪৫ মিনিটের পরে কুয়াশা ঘন হলে ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ২ ঘণ্টা ৪৫ মিনিট পর সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এতে উভয় ঘাটে আটকা পড়া যানবাহনের চালক, শ্রমিক ও যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার...
নিষেধাজ্ঞা শেষ, ২২ দিন পর মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু
অনলাইন ডেস্ক
আজ মধ্যরাত থেকে দেশের জেলেরা আবারও নৌকা ও জাল নিয়ে মেঘনা, পদ্মাসহ বিভিন্ন নদীতে মাছ শিকারে নামবেন। মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুম উপলক্ষে গত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল, যা আজ শেষ হয়েছে। চাঁদপুরসহ দেশের ছয়টি অভয়াশ্রমে এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। ফলে প্রায় ৫০ হাজার জেলে এই সময়ে কর্মহীন ছিলেন।
নিষেধাজ্ঞাকালীন সময়ে সরকারি তালিকাভুক্ত ৪৪ হাজার জেলের জন্য খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। তবে এই চাল যথেষ্ট না হওয়ায় অন্যান্য খাদ্য, পরিবারের খরচ ও নৌকা মেরামত খরচ ধারদেনা করেই মেটাতে হয়েছে বলে জানান স্থানীয় জেলেরা।
শনিবার (২ নভেম্বর) চাঁদপুর সদরের মেঘনার পাড়ে দেখা যায়, জেলেরা নতুন করে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। রনাগোয়াল এলাকার জেলে নজরুল ইসলাম জানান, সরকারি সহায়তা হিসেবে কিছু চাল পেলেও পরিবারের অন্যান্য খরচ ধার করতে হয়েছে।
বহরিয়ার...
মাত্র আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজ হলো মো. নাফিউল ইসলাম নিয়াজ নামে এক শিশু। তার বয়স মাত্র আট বছর ৯ মাস। পিরোজপুরের তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসা শাখার ছাত্র সে।
নাফিউল জন্মগ্রহণ করে ২০১৬ সালের ১৮ জানুয়ারি, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সেখমাটিয়া গ্রামে। তার বাবা মো. মশিউল আলম সোহেল পেশায় শিক্ষক।
নিয়াজের বাবা মশিউল আলম সোহেল সন্তানের অর্জনে গর্বিত। তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় আমার ছেলে মাত্র আট মাসে কোরআনের হাফেজ হতে পেরেছে। সবাই তার জন্য দোয়া করবেন যেন সে ভবিষ্যতে একজন হক্কানি আলেম ও ইসলামী স্কলার হয়ে ইসলামের খেদমত করতে পারে।
মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. আবু হানিফ জানান, আল্লাহর কৃপায় এবং শিক্ষক ও পরিবারের প্রচেষ্টায় মো. নাফিউল ইসলাম নিয়াজ ২৪৪ দিনে হিফজ সম্পন্ন করেছে। মেধাবী এই শিশুটি খুবই ভদ্র ও শান্ত স্বভাবের। আমরা তার উজ্জ্বল...
ছাত্র আন্দোলনে হামলা, রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণের মামলায় রিয়াদ হাসান প্লাবন (২৮) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রিয়াদ হাসান প্লাবন সদর উপজেলা বসন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়ার ছেলে। তার বাড়ি ওই ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামে।
জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সভাপতি কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, কাজী ইরাদত আলীর ছেলে জেলা...