ফরিদপুরে বজ্রাঘাত থেকে সৃষ্টি হওয়া আগুনে একটি তুলার গুদাম পুড়ে গেছে। গতকাল শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে কানাইপুর বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, এদিন রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হয়। তখন কানাইপুর বাজার এলাকার আমির হোসেনের তুলার গুদামের পাশে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে গুদামের ভেতরের তুলা আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে তাদের পৌঁছানোর আগেই তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়। স্থানীয় ব্যবসায়ী দীপংকর ঘোষ বলেন, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রাঘাত হলে একটি খেজুর গাছে আগুন ধরে যায়। পরে গাছের একটি অংশ গুদামের চালের ওপর পড়ে এবং আগুন ধরে যায়। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, রাত ৯টা ৫১ মিনিটে আমরা...
তুলার গুদামের উপর পড়লো বজ্রাঘাত, মুহূর্তেই সব শেষ
অনলাইন ডেস্ক

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশের পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিলেও সরকারিভাবে কোনো চিঠি না আসায় দেশের দ্বিতীয় স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরে দিয়ে স্বাভাবিকভাবে ভারতে পণ্য রপ্তানি করছেন ব্যবসায়ীরা। আজ রোববার (১৮ মে) সকাল ১১টার সময় ফোনে বিষয় নিশ্চিত করেন পামানা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মাইনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ থেকে পোশাকসহ ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের চিঠি আসেনি। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে পণ্য রপ্তানি হচ্ছে। সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে হাফ প্যান্ট, গেঞ্জি, প্লাস্টিক পণ্য জুস ও পাট জাত পণ্য রপ্তানি হয়ে থাকে। এদিকে সোনামসজিদ শুল্ক স্টেশন রাজস্ব কর্মকর্তাকে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।...
সাজেকে ফায়ার স্টেশন চালু, অগ্নি নিরাপত্তায় বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার পর্যটন এলাকা সাজেকে স্যাটেলাইট ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি সাজেকে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের পর সরকার দ্রুত পদক্ষেপ নেয় এবং মাত্র তিন মাসের মধ্যে স্যাটেলাইট ফায়ার স্টেশনটি চালু করা সম্ভব হয়। গত ১২ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর জনবল সংযুক্ত করে অফিস আদেশ জারি করে এবং ১৪ মে থেকে স্টেশনটি অপারেশনাল কার্যক্রম শুরু করে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে সাজেকের ২৭ বিজিবির সহযোগিতায় নির্মিত অস্থায়ী ভবনে ফায়ার স্টেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে ২টি ইউনিটসহ মোট ৮ জন ফায়ারকর্মী নিয়োজিত রয়েছেন। সাজেক ও এর আশপাশের এলাকায় এখন থেকে যেকোনো অগ্নিকাণ্ড বা...
চন্দ্রঘোনা-রাইখালী রুটে ফেরি চলাচল শুরু
অনলাইন ডেস্ক

পাঁচ দিন বন্ধ থাকার পর রোববার (১৮ মে) ভোর ৬টা থেকে পুনরায় চালু হয়েছে রাঙ্গামাটির চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল। কর্ণফুলী নদীতে নাব্যতা সংকট কাটিয়ে ফেরি চলাচল স্বাভাবিক করতে ড্রেজিং ও সংযোগ সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করে ফেরি চলাচলের পথ উন্মুক্ত করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করে সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাঙ্গামাটির নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। তিনি বলেন, নাব্যতা সংকটের কারণে গত মঙ্গলবার (১৩ মে) ভোর ৬টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়েছিল। টানা ড্রেজিং ও জরুরি সংস্কারকাজ শেষ করেই আজ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। সওজ রাঙ্গামাটির উপবিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেন চাকমা জানান, শুষ্ক মৌসুমে কর্ণফুলী নদীতে পানিপ্রবাহ কমে যাওয়ায় ফেরি ও পল্টুন প্রায়শই চরে আটকে যেত। ফলে যানবাহন ও যাত্রী পারাপারে বাধা সৃষ্টি হচ্ছিল। নদীর নাব্যতা ফিরিয়ে আনতেই...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর