যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। এর বিপরীতে ইসরায়েল তাদের কারাগার থেকে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে ছেড়ে দেবে। খবর আল জাজিরার। মুক্তি পাওয়া ইসরায়েলিরা হলেন আয়ার হর্ন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক সাগুই ডেকেল-চেন এবং রাশিয়া ও ইসরায়েলের দ্বৈত নাগরিক আলেকসান্দ্রে সাশা ত্রোফানভ। হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এসব তথ্য। প্রিজনার্স মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দিদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান...
তিন জিম্মির বিনিময়ে ৩৬৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল
অনলাইন ডেস্ক

গাজা নিয়ে বিকল্প উদ্যোগ নিচ্ছে সৌদি ও আরব দেশগুলো
অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ভূখণ্ডটি দখলের পরিকল্পনা করেছেন বলে খবর প্রকাশ পেয়েছে। তার এ প্রস্তাব আরব দেশগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে সৌদি আরব, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত দ্রুত বিকল্প উদ্যোগ নেওয়ার জন্য তৎপর হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ মাসেই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠনের মতো বিভিন্ন খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে। পাশাপাশি হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন চুক্তির দিকেও নজর দেওয়া হচ্ছে বলে পাঁচটি সূত্র নিশ্চিত করেছে। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, গাজার ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে পুনর্বাসন করা হবে। তবে কায়রো ও আম্মান তা সরাসরি...
চেরনোবিল পারমাণবিক চুল্লিতে ড্রোন হামলা করল রাশিয়া
অনলাইন ডেস্ক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রাশিয়ার একটি ড্রোন চেরনোবিল পারমাণবিক চুল্লির ক্ষতিগ্রস্ত অংশের প্রতিরক্ষা স্তরে আঘাত হেনেছে। হামলার ফলে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তবে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থা আইএইএ নিশ্চিত করেছে, চেরনোবিলের ভেতরে ও বাইরে বিকিরণ মাত্রা স্বাভাবিক রয়েছে। সংস্থাটির মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, এ ধরনের পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। রাশিয়া অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করেছে। মস্কোর দাবি, তারা ইউক্রেনের পারমাণবিক অবকাঠামোতে হামলা চালায় না এবং এ ধরনের অভিযোগ বাস্তবতাসঙ্গত নয়। ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার পর চেরনোবিল চুল্লির ক্ষতিগ্রস্ত অংশে কংক্রিট ও স্টিলের প্রতিরক্ষা স্তর সংযুক্ত করা হয়। যুক্তরাজ্যের পোর্টসমাউথ...
গিলে খেয়েছিল তিমি, তবুও জ্যান্ত বেরিয়ে এল ছেলে! বাবার বানানো সত্যিকার ভিডিও ভাইরাল
অনলাইন ডেস্ক

এ যেন হলিউডের সিনেমাকেও হার মানায়। হঠাৎ করে হাজির হয় এক বিশালাকার হাম্পব্যাক তিমি। বাবার চোখের সামনেই কায়াক সমেত গিলে খেয়ে নেয় অ্যাড্রিয়ানকে। চিলির বাহিয়া এল আগুইলায় সমুদ্রে বাবার সঙ্গে কায়াকিং করছিল ২৪ বছরের যুবক অ্যাড্রিয়ান সিমানকাস। ছেলের থেকে একটু দূরে ছিল বাবা। কিন্তু ঠিক সেই সময় ঘটে সাংঘাতিক অঘটন। হঠাৎ করে হাজির হয় এক বিশালাকার হাম্পব্যাক তিমি। বাবার চোখের সামনেই কায়াক সমেত গিলে খেয়ে নেয় অ্যাড্রিয়ানকে। যদিও পরোক্ষণেই আবার বমি করে মুখ থেকে অ্যাড্রিয়ানকে বার করে দেয় সেই তিমি। । ঘটনাটি ঘটে শনিবার, চিলির দক্ষিণতম পাতাগোনিয়া অঞ্চলের ম্যাগেলান প্রণালীর সান ইসিড্রো লাইট হাউসের কাছে। সম্পূর্ণ ঘটনাটি কাকতালীয় ভাবেই রেকর্ড করেন অ্যাড্রিয়ানের বাবা ডেল। একটু দূরেই কায়াকিং করছিলেন ডেল। সেখানেই দেখা যায় ছেলে কায়াকিং করছেন। হঠাৎ একটা বড়...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর