‌‘বিডিআর বিদ্রোহের দোষীদের শাস্তি পর্যায়ক্রমে’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

‌‘বিডিআর বিদ্রোহের দোষীদের শাস্তি পর্যায়ক্রমে’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞে দোষীদের পর্যায়ক্রমে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহতের ঘটনায় বিচার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।

পিলখানার বিডিআর বিদ্রোহ ও হত্যাযজ্ঞের ১০ম বার্ষিকী উপলক্ষে সোমবার সকালে বনানী সামরিক কবরস্থানে নিহত সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পিলখানা বিডিআর (বর্তমানে বিজিবি) বিদ্রোহে নিহত সেনা সদস্যদের প্রতি প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে সামরিক সচিব শ্রদ্ধা জানান।

এরপর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক সচিব।  

পরে তিন বাহিনী এবং বিজিবির মহাপরিচালক পুস্পস্তবক অর্পণ করেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর