মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

সিলিন্ডারের মেয়াদ পরীক্ষা করছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে আবাসিক এলাকায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর দায়ে তিন ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকেলে শহরের ঝিলটুলী ও কাঠপট্রি বাণিজ্যিক এলাকার তিনটি দোকানে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাসান মো. হাফিজুর রহমান, আফরোজ শাহিন খসরু ও বায়োজিদুর রহমান।

আদালত সূত্র জানান, ফরিদপুর শহরে বিভিন্ন স্থানে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডারে গ্যাস বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এছাড়াও দোকানে তালিকার যে ন্যায্য মূল্য তা সঠিকভাবে টাঙানো হচ্ছে না।

এমন অভিযোগের ভিত্তিতে ফরিদপুর শহরের বিভিন্ন গ্যাস সিলিন্ডার দোকানে অভিযান পরিচালনা করা হয়।

এসময় শহরের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ঝিলটুলী এলাকায় টোটাল গ্যাস সিলিন্ডারের গায়ে মেয়াদ না থাকা এবং আবাসিক এলাকায় গ্যাস নিলিন্ডার মজুদের দায়ে 

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স খান গ্যাস সাপ্লায় প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল হাইকে (৩৪) ১০ হাজার টাকা, মেসার্স সততা এন্টার প্রাইজের আফরোজ শাহিন খসরুকে তিনহাজার টাকা এবং মেসার্স গঙ্গা গ্যাস সাপ্লাাইয় প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/সোহগ/তৌহিদ)

সম্পর্কিত খবর