কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষে মমতাজ বেগম নামে এক নারী নিহত হয়েছেন। তার ছেলে মো. জিল্লুর গুরুতর আহত হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য ২ নারীকে পুলিশ আটক করেছে। সোমবার (১২ মে) বিকেলে উপজেলার গোবরিয়া-আবদুল্লাহপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মমতা বেগম (৫৮) উত্তর লক্ষ্মীপুর নজেরবাড়ি এলাকার বাসিন্দা মতিউর রহমানের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে জিল্লুর রহমানও গুরুতর আহত হয়েছেন। নিহতের ভাইয়ের ছেলে মোবারক মিয়া জানান, ৪০ বছর যাবৎ একটি জায়গা তার ফুফাতো ভাইয়েরা ভোগদখল করে আসছেন। সেখানে একটি আম গাছ রয়েছে। প্রতি বছরই তারা এই গাছের ফল সংগ্রহ করে থাকেন। এবার হঠাৎ করে প্রতিবেশী ইয়াকুব আলীর ছেলে কালু মিয়া (৫৫) ও তার লোকজন বাধা দেন এবং গাছটি তাদের বলে দাবি করেন। বিকেলে সেই গাছ থেকে আম পাড়তে যান নিহত...
আম পাড়া নিয়ে সংঘর্ষে প্রাণ গেল নারীর
অনলাইন ডেস্ক

নাফ নদ থেকে তিন বাংলাদেশিকে তুলে নিয়ে গেল আরাকান আর্মি
অনলাইন ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদা এলাকায় নাফ নদ থেকে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। আজ সোমবার (১২ মে) দুপুরে লেদা সংলগ্ন নাফ নদ থেকে এদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী। তারা হলেন- সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা। হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। তবে কেন নাফ নদে নেমেছেন নিশ্চিত হতে পারেননি। তবে স্থানীয়রা জানিয়েছে, নাফ নদে তিনজন নৌকা নিয়ে নেমেছিল। আরাকান আর্মি তাদের দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে অবহিত করেছেন তিনি। আরও পড়ুন বৃহত্তর...
বিমানবন্দর থেকে নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে একটি ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান। তিনি বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে কাচঁপুরে নিহত ছাত্র ও জনতার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। news24bd.tv/এআর
চুয়াডাঙ্গায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রকাশ্য দিবালোকে রিয়াদ হাসান (১২) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ছয়ঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ হাসান ছয়ঘড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্বজনরা জানান, রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে প্রতিবেশী হযরত আলীর বিরোধ ছিল। এর জেরে সোমবার দুপুরে হযরত আলির সঙ্গে রিয়াদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হযরত আলি হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে রিয়াদের গলায় কোপ দিয়ে পালিয়ে যান। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর