সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নতুন মেঘাই এলাকায় যমুনা নদীতীর রক্ষার বাঁধে ধস নেমেছে। শুষ্ক মৌসুমে শুক্রবার রাতে ধস নেমে বাঁধের প্রায় ৬৫ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সংবাদ পেয়ে কাজিপুর সেনাক্যাম্পের সদস্যরা বালিভর্তি জিওব্যাগ ফেলে ভাঙনরোধ করেছে। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধে ধস নামায় নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুর জানান, বাঁধের সামনে প্রায় দুইশ মিটার নদীর অভ্যন্তরে বিশাল চর জেগে উঠেছে। যে কারণে নদীর স্রোত এসে সরাসরি তীরে আঘাত করছে। ফলে যমুনা নদীর ডানতীর রক্ষা বাঁধে ধস দেখা দিয়েছে। এতে প্রায় ৬৫ মিটার এলাকা বিলীন হয়ে গেছে।
তিনি আরও জানান, কাজিপুর সেনা ক্যাম্পের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. শরিফুল ইসলামের তত্ত্বাবধানে ভাঙনরোধে বালিভর্তি...
শেরপুর সীমান্তে থামছে না বন্য হাতি-মানুষের দ্বন্দ্ব
অনলাইন ডেস্ক
শেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের সঙ্গে বন্য হাতির দ্বন্দ্ব ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতির দল ফসলের মাঠ ও বাড়িঘরে তাণ্ডব চালাচ্ছে। ধান পাকার মৌসুমে এ ধরনের আক্রমণের মাত্রা আরও বাড়ছে, ফলে ফসল ও জীবন রক্ষায় কৃষকরা বল্লম, মশাল ও পটকা নিয়ে রাত্রিকালীন পাহারা দিতে বাধ্য হচ্ছেন। এতে হাতির হামলায় প্রাণহানির পাশাপাশি বিদ্যুতের ফাঁদে হাতির মৃত্যুর ঘটনাও ঘটছে।
গারো পাহাড় লাগোয়া শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর ৪০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রায় ৫০টি গ্রামে গত তিন দশকে হাতির আক্রমণে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। একই সময়ে বিদ্যুতের ফাঁদসহ নানা কারণে প্রাণ হারিয়েছে ৩০টি বন্য হাতি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে...
কলারোয়া সীমান্তে কোটি টাকার ৬ স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্ত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গামছার ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম।
বিজিবির তথ্য মতে, স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অভিযান চালায়। এসময়...
বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক শিক্ষকরাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, যেভাবে শাবিপ্রবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনি শিক্ষকরাজনীতিতেও লেজুড়বৃত্তির উত্থান রোধ করতে হবে।
শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)র মুক্তমঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লেজুড়বৃত্তিক শিক্ষকরাজনীতি ছাত্ররাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে, এবং যদি শিক্ষকরা রাজনীতির চাপে পড়ে শিক্ষাদান থেকে সরে যান, তবে আমাদের উচিত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা।
শিক্ষকদের রাজনীতিতে অবাধ প্রবেশের বিষয়ে সরাসরি আক্রমণ করে সারজিস আলম বলেন, যখন আমরা সম্মানিত শিক্ষক হিসেবে...