সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ: সেনাবাহিনীর প্রধান

সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ: সেনাবাহিনীর প্রধান

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের রামু সেনানিবাসের আরও ৫টি ইউনিটের পতাকা উত্তোলন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত ১০ পদাতিক ডিভিশনের নতুন এই ৫টি ইউনিটের পতাকা উত্তোলন করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ।  

এ সময় সেনাবাহিনীর প্রধান বলেন, যে কোন হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।  

সকালে সেনাবাহিনী প্রধান রামু সেনানিবাসের অনুষ্ঠান স্থলে পৌছালে ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী তাঁকে অভ্যর্থনা জানান।

 

এ সময় সেনাবাহিনীর একটি চৌকস দল কুচকাওয়াজ প্রদর্শন ও সেনাবাহিনী প্রধানকে সালাম প্রদান করে। পদস্থ সামরিক কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।  

সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ তার দেওয়া বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে, ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রশিক্ষনের মাধ্যমে সুশৃঙ্খল,সুশৃংখলযোগ্য সেনা সদস্য হিসেবে গড়ে উঠার নির্দেশ দেন সেনা সদস্যদের।  


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর