মিয়ানমারকে হারিয়ে মূলপর্বের খেলা নিশ্চিত বাংলাদেশ

ছবি সংগৃহীত

মিয়ানমারকে হারিয়ে মূলপর্বের খেলা নিশ্চিত বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মিয়ানমারকে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ১-০ গোলে হারিয়ে মূলপর্বের খেলা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ 'বি' থেকে মূলপর্বের টিকিট নিশ্চিত করল বাংলাদেশে।

আজ শুক্রবার মিয়ানমারের মানদালা থিরি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও মিয়ানমার। ম্যাচের শুরু থেকেই গোলের জন্য একের পর এক আক্রমণ চালায় বাংলাদেশ।

কিন্তু প্রথমার্ধ শেষ হয় গোল শূন্যতে।

দ্বিতীয়ার্ধের আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে দু’দল, তবে সাফল্য আসে ৬৮ মিনিটে। ডান কর্নার থেকে নেয়া মণিকার শট বাঁক খেয়ে লাফিয়ে ওঠা গোলরক্ষকের গ্লাভসে ছুঁয়ে জালে জড়ালে ১-০ তে এগিয়ে যায় বাংলাদেশ ।

দ্বিতীয়ার্ধে আর কোনও গোল না হলে ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।

গ্রুপ পর্বে এর আগে ফিলিপাইনকে ১০-০ গোলে পরাজিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।

মূলপর্ব নিশ্চিতের পর আগামী ৩ মার্চ রোববার চীনের বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা। বাংলাদেশের আগে চীনের বিপক্ষে ৫-০ গোলে হেরে যায় মিয়ানমার।

আগামী সেপ্টেম্বরে এশিয়ার সেরা আট দলকে নিয়ে থাইল্যান্ডে হবে এএফসি অনূর্ধ্ব ১৬ চ্যাম্পিয়নশিপ।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর