পদত্যাগপত্র জমা দিলেন রাবি প্রক্টর

অধ্যাপক মুজিবুল হক আজাদ

পদত্যাগপত্র জমা দিলেন রাবি প্রক্টর

নিউজ ২৪ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাবুল হকের পর এবার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ। রবিবার সকাল ১১ টার দিকে উপাচার্য বরাবর তিনি এই আবেদন করেন।

তবে এই প্রতিবেদন লেখা (দুপুর দেড়টা) পর্যন্ত তার আবেদন গ্রহণ করা হয়নি বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে।

আবেদনপত্রে অধ্যাপক ড. মজিবুল হক আজাদ খান উল্লেখ করেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রক্টরিয়াল বডির ভূমিকা ব্যাপক।

আর প্রক্টরিয়াল বডির প্রধান প্রক্টর। কিন্তু ব্যক্তিগত বিভিন্ন কারণে আমি প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি চাচ্ছি। ’

জানতে চাইলে অধ্যাপক মজিবুল হক বলেন, ‘পদত্যাগের আর কোন কারণ নেই। লিখিত পদত্যাগপত্রে যা বলেছি সেটাই সত্য।

আমি সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। এখানে অন্য কোনো কারণ খোঁজার কিছু নেই। ’

গত বৃহস্পতিবার দুপুরে রাবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আসাবুল হক পদত্যাগ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

এদিকে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাসিমা জামান পদত্যাগ না করা পর্যন্ত সকল প্রকার ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন ১১ জন শিক্ষক। রবিবার সকাল ৯টা থেকে বিভাগের সভাপতির কক্ষের সামনের বারান্দায় অবস্থান নিয়েছেন তারা।

সম্পর্কিত খবর