শেরপুর সীমান্তে থামছে না বন্য হাতি-মানুষের দ্বন্দ্ব
অনলাইন ডেস্ক
শেরপুরের সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষের সঙ্গে বন্য হাতির দ্বন্দ্ব ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। খাদ্যের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা হাতির দল ফসলের মাঠ ও বাড়িঘরে তাণ্ডব চালাচ্ছে। ধান পাকার মৌসুমে এ ধরনের আক্রমণের মাত্রা আরও বাড়ছে, ফলে ফসল ও জীবন রক্ষায় কৃষকরা বল্লম, মশাল ও পটকা নিয়ে রাত্রিকালীন পাহারা দিতে বাধ্য হচ্ছেন। এতে হাতির হামলায় প্রাণহানির পাশাপাশি বিদ্যুতের ফাঁদে হাতির মৃত্যুর ঘটনাও ঘটছে।
গারো পাহাড় লাগোয়া শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর ৪০ কিলোমিটার সীমান্তজুড়ে প্রায় ৫০টি গ্রামে গত তিন দশকে হাতির আক্রমণে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছে শতাধিক। একই সময়ে বিদ্যুতের ফাঁদসহ নানা কারণে প্রাণ হারিয়েছে ৩০টি বন্য হাতি।
বন বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সাল পর্যন্ত নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ হিসেবে...
কলারোয়া সীমান্তে কোটি টাকার ৬ স্বর্ণের বারসহ আটক ১
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ছয়টি স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গোয়ালচত্ত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা গামছার ভেতরে বিশেষ ব্যবস্থাপনায় লুকিয়ে রাখা ৬টি স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ১০৮ গ্রাম ১৫০ মিলিগ্রাম।
বিজিবির তথ্য মতে, স্বর্ণগুলো আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের মো. আনিছ জামানের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মো. হরমুজ এর নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অভিযান চালায়। এসময়...
বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক শিক্ষকরাজনীতি বন্ধ করার দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
তিনি বলেন, যেভাবে শাবিপ্রবিতে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল, ঠিক তেমনি শিক্ষকরাজনীতিতেও লেজুড়বৃত্তির উত্থান রোধ করতে হবে।
শনিবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)র মুক্তমঞ্চে শিক্ষার্থীদের সঙ্গে আয়োজিত এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন।
তিনি আরও বলেন, লেজুড়বৃত্তিক শিক্ষকরাজনীতি ছাত্ররাজনীতিকে পৃষ্ঠপোষকতা করে, এবং যদি শিক্ষকরা রাজনীতির চাপে পড়ে শিক্ষাদান থেকে সরে যান, তবে আমাদের উচিত তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা।
শিক্ষকদের রাজনীতিতে অবাধ প্রবেশের বিষয়ে সরাসরি আক্রমণ করে সারজিস আলম বলেন, যখন আমরা সম্মানিত শিক্ষক হিসেবে...
রাঙামাটিতে সেনা অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ৪
ফাতেমা জান্নাত মুমু
রাঙামাটির সেনাবাহিনীর অভিযানে চট্টগ্রামের রাউজান থেকে অস্ত্র ও গোলাবারুদসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার বিকালে রাঙামাটি সেনা সদর জোনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটকরা হলেন- মো. ইউসুফ ইসলাম (৩৫), মনসুর ইসলাম (৫০). মো. হেলাল উদ্দীন (৩৮), মো. আলা উদ্দীন (৩৯)।
সূত্র জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রাবার বাগান সেনা ক্যাম্পে থেকে মেজর ইমরান আল জিহাদ নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল রাঙামাটির সীমান্তবর্তী এলাকা চট্টগ্রামের পূর্ব রাউজান উপজেলার ফকির টকিয়া এলাকায় অভিযানে নামে।
প্রথমে অভিযান পরিচালনা করা হয় মো. ইউসুফ ইসলামের বাড়িতে। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের তার আরও তিন সহযোগী মনসুর ইসলাম (৫০). মো. হেলাল উদ্দীন (৩৮), মো. আলা উদ্দীন (৩৯) নাম স্বীকার করলে তাদেরও আটক করা হয়।...