হজ যাত্রায় ৯ম দিনে সকাল ১০টা পর্যন্ত ৮০ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন ৩২ হাজার ৫৮৮ জন। ৮ দিন শেষে ৭৭ ফ্লাইটে মক্কা পৌঁছেছেন ৩১ হাজার ৪০৭ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন, ২৬ হাজার ৮৪৩ জন। বুধবার (৭ মে) আরও ৪টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন আরও ১ হাজার ৪৩৯ জন। তবে এখনও ভিসা পাননি ২ হাজার ৬১৩ জন। ঢাকা হজ অফিসের পরিচালক লোকমান হোসেন জানান, নির্দিষ্ট সময়ের মধ্যেই ভিসা পাবে শতভাগ যাত্রী। এছাড়া বিভিন্ন জটিলতায় যাদের ভিসা আটকে গিয়েছে তারাও অতিরিক্ত খরচ ছাড়াই মক্কা যাচ্ছেন। হজ যাত্রীদের ভোগান্তিমুক্ত যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে বলেও জানান তিনি। হজ যাত্রীরা বলছেন, অনেকটা ভোগান্তিমুক্ত ভাবেই হজে যাচ্ছেন তারা।...
এখন পর্যন্ত হজে গেলেন কতজন?
নিজস্ব প্রতিবেদক

আগামী ৪ দিন রোদ, বৃষ্টি ও ঝড় নিয়ে নতুন যে বার্তা দিলো আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক

আগামী টানা চার দিন দেশে বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে। বুধবার (০৭ মে) আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়নমনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদুৎ চমকানো অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কোথাও কোথাও তাপপ্রবাহ চলমান থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ দিন তাপপ্রবাহ বয়ে...
চলমান সংকটের সমাধান দেবে নির্বাচিত সরকার: আবদুস সালাম
শফিকুল ইসলাম সোহাগ ও শরিফুল ইসলাম সীমান্ত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে বিদেশিরা বিনিয়োগে ভরসা পাচ্ছে না। দেশের ব্যবসাবাণিজ্যে চলমান সংকটের স্থায়ী সমাধান দিতে পারে শুধু গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সাংবিধানিক ও রাজনৈতিক সরকার। তিনি বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারাটাই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রশ্ন: অন্তর্বর্তী সরকারের বিগত আট মাসের কার্যক্রম এবং বর্তমান পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করবেন? আবদুস সালাম : ষড়যন্ত্রকারীরা বর্তমান সরকারকে ব্যর্থ করতে পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র যেন সফল না হয়, এজন্য সবাইকে সচেতন থাকতে হবে। আর এটা শুধু একা বিএনপির দায়িত্ব নয়; সব রাজনৈতিক দলকেই ভূমিকা রাখতে হবে। কারণ রাজনীতিবিদরাই রাষ্ট্রের...
নির্যাতন প্রতিরোধে নারীর পাশে দাঁড়ানোর বিকল্প নেই: শারমীন মুরশিদ
নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, নারীর প্রতি সহিংসতা, নারী ও শিশুনির্যাতন প্রতিরোধ করতে নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই। তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার মেয়েদের নিরাপত্তা, নিশ্চয়তা, কর্মপরিবেশ ও তাদের ক্ষমতায়নে যোগ্য করে তুলতে কাজ করে যাচ্ছেন। মঙ্গলবার (৬ মে) রাজধানীর স্থানীয় এক হোটেলে কর্মক্ষেত্রে সহিংসতা ও হয়রানি সংক্রান্ত কনভেনশন-১৯০ এর উপর সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। শারমীন মুরশিদ আরো বলেন, তাই প্রাসঙ্গিকভাবে আইএলও কনভেনশন-১৯০ লিঙ্গ সমতা নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে লিঙ্গ ভিত্তিক সহিংসতা ও হয়রানি মোকাবেলায় বাংলাদেশের অঙ্গীকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ফলশ্রুতিতে কর্মক্ষেত্রে লিঙ্গ সমতা ও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত