বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ সদর দপ্তর। ফলে এ প্রতারকচক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ করা হয়েছে। আজ রোববার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তর জানায়, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। news24bd.tv/SHS
পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা
অনলাইন ডেস্ক

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বন্দরকে অন্তর্বর্তী সরকার সংস্কার করতে চায় এবং এটা কাউকে দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (২৫ মে) দুপুরে রাজধানী এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেস সচিব বলেন, বিশ্বের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো চট্টগ্রাম বন্দরকে যেন ম্যানেজ করতে পারে, আমরা তা চাচ্ছি। আমরা চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না। প্রেস সচিব আরও বলেন, আমরা চাই টার্মিনালে যেন তারা বিনিয়োগ করেন, ম্যানেজ করেন। ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে আশ্বাস পেয়েছি, তারা তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। news24bd.tv/FA
সচিবালয়ে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ মিছিল করেছে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশকে অবৈধ কালো আইন উল্লেখ করে এই অধ্যাদেশ বাতিলের দাবি জানান তারা। রোববার (২৫ মে) সকালে কর্মকর্তা কর্মচারীরা মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরের সামনে বিক্ষোভ করেন। মিছিলে এই অধ্যাদেশকে অবৈধ কালো আইন আখ্যা দিয়ে তা বাতিল করার দাবিতে ব্যানার ও প্ল্যাকার্ডসহ শ্লোগান দেন তারা। গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন, ২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার অনুমোদন দেওয়া হয়। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সংশোধিত আইনে, বিভিন্ন কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের...
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য জাতীয় সনদ প্রতিষ্ঠা: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ঐকমত্য কমিশনের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা বলে জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রোববার (২৫ মে) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সুশীল সমাজের সঙ্গে বৈঠকে সংস্কার কমিশনের সহ-সভাপতি এ মন্তব্য করেন। তিনি বলেন, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম অগ্রগতির সুযোগ নেই। প্রাথমিক পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আমরা আলোচনা করেছি। কিছু বিষয়ে ঐকমত্য সৃষ্টি হয়েছে, কিছু বিষয়ে হয়নি। আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদ প্রতিষ্ঠা করা। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যায়নি, আমরা সেসব বিষয়ও জানাবো। এ সময় সুশীল সমাজের হয়ে বৈঠকে অংশ নেয়া ব্যক্তিরা বলেন, সংবিধানে হাত দেয়া উচিত হবে না, নির্বাচিত সংসদই সংবিধানে হাত দিতে পারবে। সব কিছুর উপরে মনে রাখতে হবে যত দ্রুত গণতন্ত্রের দিকে যাওয়া যায়। আমাদের প্রধান লক্ষ্য সংস্কার শেষ করে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর