গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক দিয়ে ১০ নভেম্বর গুলিস্তানের জিরো পয়েন্টে গণজমায়েতের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে মর্মে একটি প্রেস বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে ফেসবুকে।
শনিবার রাত পর্যন্ত আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তির কোনো সত্যতা পাওয়া যায়নি। আপাতদৃষ্টিতে সেটা গুজব হিসেবেই বিবেচিত হচ্ছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ বিবেচনায় ১০ নভেম্বরের কর্মসূচি স্থগিত করা হলো। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সবাই স্ব স্ব ইউনিটের সাথেই থাকুন।
এদিন এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে মিছিল বা সমাবেশের কোনো অনুমতি দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আওয়ামী লীগ তার বর্তমান রূপে একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ...
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি শনিবার (৯ নভেম্বর) রাতে পৃথক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের আওতাধীন এলাকায় সব পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণের জন্য নেতাকর্মীদের কড়া নির্দেশনা দিয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বৈরাচার শেখ হাসিনা পলায়নের পর থেকে আজ পর্যন্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটে লাগানো সব পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডসহ অন্যান্য বিজ্ঞাপন অপসারণ করার জন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান নির্দেশনা দিয়েছেন। এতে আরও বলা হয়, আগামী তিন দিনের মধ্যে এসব পোস্টার-ব্যানার অপসারণ করতে হবে।
এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জানায়, তাদের আওতাধীন এলাকায়ও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণের সব...
তিন দফা দাবিতে আগামী রোববার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (৯ নভেম্বর) ছাত্রদলের ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মিছিলটি দুপুর ১টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাষ্কর্যে অবস্থান কর্মসূচির মাধ্যমে শেষ হবে।
এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের ওপর হেনস্তা করার অপচেষ্টাকারী বিদেশে পলাতক ফ্যাসিবাদী আওয়ামী দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে...
ঐক্যবদ্ধ না থাকলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিবে: সেলিম উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণমানুষের সার্বিক কল্যাণ মুক্তির জন্য জনগণের বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় নবাব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব থানা আয়োজিত এক কর্মী সম্মেলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
থানা আমীর মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি হামিদুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন...