যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানান তিনি। ফোনালাপ শেষে মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন তিনি।
আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত। জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের...
ভারতের মণিপুরে শস্ত্র চরমপন্থীরা একজন আদিবাসী নারীকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে মণিপুরের জিরিবাম জেলায় বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ওই নারীকে প্রথমে গুলি করা হয়, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যার জেরে ফের আরেকবার অশান্ত হলো মণিপুর।
এই সহিংস ঘটনাটি ঘটেছে হামার উপজাতীয় গ্রাম জাইরাউনে। হামার জাতিগতভাবে কুকি-জো লোকদের সাথে সম্পর্কিত, যারা ২০২৩ সালের ৩ মে থেকে রাজ্যের মেইতেই সম্প্রদায়ের সাথে বিবাদে জড়িয়ে পড়ে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার দিন রাত ৯টার দিকে জেলা সদর দপ্তর জিরিবাম থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় এক ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। আদিবাসী উপজাতীয় নেতাদের ফোরাম (আইটিএলএফ) দাবি করেছে যে,...
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ আরও কমিয়ে দিয়েছে ভারতীয় কোম্পানি আদানি পাওয়ার। পাওনা বিল পরিশোধে বিলম্ব হওয়ায় তারা সরবরাহ ৬০ শতাংশেরও বেশি কমিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস। শুক্রবার (৮ নভেম্বর) প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদন অনুযায়ী, ভারতের ঝাড়খণ্ডের গোড্ডা পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই প্ল্যান্টের দুটি ইউনিট থেকে প্রতিদিন মোট ১৪০০-১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে চলতি মাসের শুরুতে সরবরাহ অর্ধেকে নামিয়ে ৭০০-৭৫০ মেগাওয়াট করা হয়, এবং বৃহস্পতিবার (৭ নভেম্বর) তা আরও কমিয়ে ৫২০ মেগাওয়াটে নামানো হয়েছে।
২০১৫ সালে বাংলাদেশ সরকার ২৫ বছর মেয়াদে আদানি পাওয়ারের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছিল। এই চুক্তির আওতায়, গোড্ডার দুটি ইউনিটের প্রতিটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ...
ভারতে নারীদের পোশাকের মাপ ও চুল কাটতে পুরুষদের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
ভারতে পুরুষ দর্জিরা নারীদের পোশাকের মাপ নিতে পারবেন না। এছাড়াও সেলুনে পুরুষ কর্মীরা নারীদের চুল কাটতে পারবে না। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের রাজ্য মহিলা কমিশন হেনস্থা থেকে নারীদের রক্ষা করতে এসব প্রস্তাব দিয়েছেন।
শুক্রবার (৮ নভেম্বর) মহিলা সংগঠনের সদস্য হিমানী আগরওয়াল সংবাদমাধ্যম পিটিআইকে বলেন, ২৮ অক্টোবর মহিলা কমিশনের বৈঠকে প্রস্তাব পেশ করা হয়েছিল, শুধু নারী দর্জিরাই নারীদের পোশাকের মাপ নেবেন এবং এই জায়গাগুলোতে সিসিটিভি লাগাতে হবে।
গত ২৮ অক্টোবর নারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে রাজ্য মহিলা কমিশনের একটি বৈঠকে এই প্রস্তাব তোলা হয়েছে। বৈঠকে পুরুষদের নারীদের পোশাকের মাপ নিতে না দেওয়া এবং এসব জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর মতো বিষয়গুলো উঠে আসে।
হিমানী আগরওয়াল বলেন, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ববিতা চৌহান এই প্রস্তাবটি...