‘দমে যাওয়ার প্রশ্নই আসে না’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

‘দমে যাওয়ার প্রশ্নই আসে না’

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গুদাম উচ্ছেদ কার্যক্রম থেকে সরকার সরে আসবে না।

রোববার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
চকবাজারে কেমিক্যালের গোডাউন উচ্ছেদে সরকার দমে যাবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বলেন, দমে যাওয়ার তো প্রশ্নই আসে না।

যেখানে এত মানুষ হতাহত হচ্ছে, জনস্বার্থে দমে যাওয়ার প্রশ্নই আসে না। এখানে মেয়র মহোদয় একটি সিদ্ধান্ত দেবেন, তিনি তার নগরে কোথায় কোনটা রাখবেন। জাতীয়ভাবেও আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি।
 
‘নিমতলীর ঘটনার পরই আমরা জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিলাম পুরনো ঢাকায় এসব কেমিক্যাল ফ্যাক্টরি যাতে না থাকে।
এ ধরনের দাহ্য পদার্থের গুদামগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিকভাবে কয়েক বছর তারা এটা মেনেছিলেন, এখন দেখেছি তারা আবার এই কর্মটি করেছেন। যার খেসারত আমাদের দিতে হলো। ’
 
আমরা সিরিয়াস একটা নীতিমালা তৈরি করে সেটা যাতে সবাই মানে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

‘নীতিমালার বিষয়ে প্রধানমন্ত্রী এ বিষয়ে সিরিয়াস, তিনি একটি দিকনির্দেশনা দিয়েছেন, এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য। সেগুলো সরিয়ে নেওয়া হচ্ছে। যারা বাধা দিয়েছেন তাদের ভুল ভাঙবে, তারা নিজেরাই সহায়তা করবেন সরিয়ে নেওয়ার জন্য। ’
 
(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর