অ্যামস্টারডামে ফিলিস্তিনপন্থীদের সঙ্গে ইসরায়েলি সমর্থকদের ব্যাপক সংঘর্ষ
অনলাইন ডেস্ক
নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ইউরোপা লিগের ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিলো ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিব ও আয়াক্স। ওই ম্যাচটিতে ৫-০ গোলে ইসরায়েলি ক্লাবকে উড়িয়ে দেয় আয়াক্স।
কিন্তু ম্যাচের আগে ইসরায়েলি সমর্থক এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের মধ্যে ঘটে ব্যাপক সংঘর্ষের ঘটনা।
গতকাল রাতে ম্যাচ শুরু হওয়ার আগে র্যালি ও মিছিল নিয়ে আমস্টারডামে প্রবেশ করে ইসরায়েলি ক্লাবটির সমর্থকরা। স্টেডিয়ামের বাইরেই তারা নামিয়ে ফেলে ফিলিস্তিনের পতাকা। পরবর্তীতে হামলা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ওপরেও।
বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম আল জাজিরাকে আমস্টারডাম সিটি কাউন্সিলের এক সদস্য জানান, আমস্টারডামে তারা (ইসরায়েলি সমর্থক) শুরুটা করে মানুষের ঘরে আক্রমণ করা ও ফিলিস্তিনি পতাকা নামিয়ে দেওয়ার মাধ্যমে। সেখান থেকেই শুরু হয় সংঘর্ষ।
কাউন্সিল সদস্য...
প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্যরকমভাবেই হেরেছে টাইগাররা। জয়ের মুঠোয় থাকা ম্যাচ ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে হেরেছে বড় ব্যবধানে। তবে সিরিজ শেষ হতে এখনও দুই ম্যাচ বাকি। আর সেখানেই আশাবাদী অন্যতম টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার দাবি, এখনও টাইগারদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে।
২৩৫ রান তাড়া করার ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৯২ রানে। ২ উইকেটে ১২০ রান তোলা টাইগাররা ওই ম্যাচে অলআউট হয়েছে ১৪৩ রানে। আগামীকাল শনিবার একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। শারজায় সাংবাদিকদের মিরাজ বলেছেন, আমাদের এখনো সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুটি ম্যাচ আছে। দুটি ম্যাচ চিন্তা না করে পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমরা একটু ব্যাকফুটে আছি।
আরও পড়ুন
কুমির-হাঙরের হাত থেকে অল্পের জন্য বাঁচলেন ইয়ান...
কুমির-হাঙরের হাত থেকে অল্পের জন্য বাঁচলেন ইয়ান বোথাম!
অনলাইন ডেস্ক
অস্ট্রেলিয়ার মোয়লে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ইয়ান বোথাম। যে নদীতে কুমিরও থাকে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার অসাবধানবশত পানিতে পড়ে যান। বন্ধু মার্ভ হিউজ তাকে পানি থেকে টেনে তোলেন।
নৌকা করে যাচ্ছিলেন বোথাম এবং অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার হিউজ। সেই সময় দড়িতে ইংরেজ ক্রিকেটারের জুতা আটকে যায়। তাতেই বিপত্তি। পানিতে পড়ে যান তিনি। যে নদীতে শুধু কুমির নয়, রয়েছে বুল হাঙরও (এই বিশেষ ধরনের হাঙর নদীতে থাকে)।
হিউজ দ্রুত বোথামকে তুলে নেওয়ায় কোনও দুর্ঘটনা হয়নি। তবে সারা গায়ে কেটেছিড়ে গেছে। বোথাম বলেন, কুমিরের পেটে যাওয়ার থেকে বেঁচেছি। যত তাড়াতাড়ি জলে পড়েছি, তার থেকেও বেশি তাড়াতাড়ি উঠে এসেছি। জলের তলায় কয়েক জোড়া চোখ হয়তো আমাকে দেখেছে, তবে তারা কিছু বুঝে ওঠার আগেই আমি উঠে পড়েছিলাম। এখন আমি ঠিক আছি।
আরও পড়ুন
এখন থেকে ছবি আসল নাকি নকল বলে দেবে...
অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ
অনলাইন ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায় ম্যাচ চলাকালীন মাঠ ছেড়েছিলেন আলজারি জোসেফ। এমন আচরণের জন্য ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।
ওই দিন আগে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। তবে চতুর্থ ওভারে বোলিং করতে আসেন জোসেফ। এ সময় ফিল্ডিং সাজানো নিয়ে আলোচনা করছিলেন অধিনায়ক শাই হোপ। পরের বলেই দারুণ এক শট খেলেন ইংলিশ উইকেটকিপার ব্যাটার জর্ডান কক্স।
যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জোসেফ। বোঝাই যাচ্ছিল ফিল্ডিং সাজানো নিয়ে অধিনায়কের ওপর বেশ অসন্তুষ্ট ছিলেন এই পেসার। সেই ওভারেই কক্সকে আউট করেন জোসেফ। কিন্তু ওভার শেষ করেই অধিনায়কের সঙ্গে কোনো আলোচনা না করেই মাঠ ছেড়ে ডাগআউটে চলে যান তিনি।
আরও পড়ুন
ট্রাম্পের জয়ে ন্যাটোর ভাগ্যে কী অপেক্ষা করছে?
০৮ নভেম্বর, ২০২৪...