শুরুতেই দুই উইকেট পতনে। এরপর সৌম্য সরকার এবং মেহেদি হাসান মিরাজের কল্যাণে উর্ধ্বমুখী চলা। মাঝে ২৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারানো। শেষদিকে ফের জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়। ফিফটি এসেছে চারটি। তাতে বছরের শেষ ওয়ানডেতে এসে ৩০০ রান পার করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে টানা ১১ জয়ের রেকর্ড নিয়ে রঙিন পোশাকের সিরিজ শুরু করে বাংলাদেশ। তবে টানা দুই ম্যাচ হেরে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজ খুয়িয়েছে টাইগাররা। তৈরি হয়েছে হোয়াইটওয়াশের শঙ্কা। মান বাঁচানোর ম্যাচে আগে ব্যাট করতে নেমে মিরাজ-সৌম্যের অর্ধশতকের পর রিয়াদও জাকেরর চোখ জুড়ানো ফিফটিতে ৫ উইকেট হারিয়ে স্বাগতিকদের ৩২১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। সেন্ট কিটসের বাসেটেরের ওয়ার্নার পার্কে টস জিতে টাইগারদের ব্যাটিংয়ে পাঠান ক্যারিবিয়ান অধিনায়ক শাই...
চার ফিফটিতে ৩০০ পার বাংলাদেশের
সাবেক ৯ মন্ত্রী-এমপিসহ যে ২৬ ব্যক্তির দেশত্যাগে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাবেক ৯ মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ মোট ২৬ জনের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারের অভিযোগে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয় থেকে নতুন কমিশনের প্রথম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। শিগগিরই তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করা হবে। দুদকের উপপরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মো. আকতারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। যাদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে তারা হলেন নোয়াখালী-১ আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম, তার স্ত্রী মমতাজ মনু, মেয়ে সামিয়া ইব্রাহিম, ছেলে মোহাম্মদ ইসমাইল, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন, ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তার...
ভারত-পাকিস্তান বিরোধে স্থবির সার্ক: ড. ইউনূস
অনলাইন ডেস্ক
ভারত-পাকিস্তানের দ্বন্দ্বের কারণে দক্ষিণ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন (সার্ক) সক্রিয় হয়ে উঠতে পারছে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টস (এসএফও) প্রতিনিধিদলের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। ড. ইউনূস বলেন, সার্ক আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই আমি এর সক্রিয়তার প্রয়োজনীয়তা তুলে ধরেছি। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সমস্যাগুলো এর অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে। সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টসের (এসএফও) প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. এবিএমএফ করিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. ইউনূস বলেন, তার সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা সবসময় অনুপ্রেরণাদায়ক। তিনি নিজের ছোটভাই মুহাম্মদ...
বাংলাদেশকে ৫৯ কোটি টাকা অনুদান দেবে ডেনমার্ক
অনলাইন ডেস্ক
বাংলাদেশকে প্রায় ৫৯ কোটি টাকার অনুদান দেবে ডেনমার্ক। এ বিষয়ে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে গত মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) একটি অনুদানভিত্তিক সংশোধনী কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইআরডি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের পরিবর্তিত পটভূমিতে উন্নয়ন কার্যক্রমসহ মানবাধিকার, গণতন্ত্র এবং সুশাসন কায়েমের লক্ষ্যে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার কর্মসূচিতে সহায়তার জন্য ডেনমার্ক সরকার এ অনুদান প্রদান করবে। বাংলাদেশ ও ডেনমাকের্র মধ্যে দীর্ঘ ৫২ বছরের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্পর্ক রয়েছে। এ দীর্ঘ সময়ে ডেনমার্ক বাংলাদেশকে কৃষি, পানি ও পয়ঃনিষ্কাশন, যোগাযোগ মাধ্যম, জলবায়ু পরিবর্তন, সুশাসন ও মানবাধিকার খাতে সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর