ক্ষমতাধর দেশের তালিকায় মিয়ানমার-শ্রীলংকা, নেই বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিমান

ক্ষমতাধর দেশের তালিকায় মিয়ানমার-শ্রীলংকা, নেই বাংলাদেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ৮০টি দেশের তালিকায় নেই বাংলাদেশের নাম। অথচ এ তালিকায় আছে মিয়ানমার-শ্রীলংকার নাম। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ইউএস নিউজ এন্ড ওয়ার্ল্ড রিপোর্ট র‌্যাংকিং-২০১৯  এর মাধ্যমে এ তথ্য জানা যায় ।

অর্থনীতি, কূটনৈতিক প্রভাব ও সামরিক শক্তির বিচারে তালিকাটি তৈরি করা হয়েছে।

তালিকায় ক্ষমতাধর ১০টি দেশের মধ্যে প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর যথাক্রমে রাশিয়া, চীন, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইসরায়েল রয়েছে অষ্টম অবস্থানে। আর সৌদি আরব নবম।

বাংলাদেশের প্রতিবেশি মিয়ানমার ৫৩ তম পরাশক্তি।

দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ৬০। এছাড়া ভারত ১৭ তম এবং পাকিস্তান ২২ তম অবস্থানে।

২০১৯ সালের সেরা দেশ নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ইউএস নিউজ এবং ওয়ার্ল্ড রিপোর্টের যৌথ উদ্যোগে এই জরিপমূলক গবেষণাটি পরিচালিত হয়। তালিকায় সবচেয়ে শক্তিশালী ১০টি দেশের তালিকায় আরও আছে, ষষ্ঠ স্থান অধিকারী ফ্রান্স। সপ্তম স্থানের জাপান। দশম দক্ষিণ কোরিয়া।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)