পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। আজ থেকে নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, মজুত, পরিবহন ও বিপণন বন্ধে শুরু হচ্ছে বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীসহ দেশব্যাপী এই অভিযান চালানো হবে। সপ্তাহের ছুটির কারণে শুক্রবার ও শনিবার কার্যক্রম বন্ধ থাকলেও আজ থেকে পুরোপুরি কার্যকর মনিটরিং শুরু হবে। প্রতিটি দোকানে গিয়ে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ নিশ্চিত করা হবে।
তপন কুমার বিশ্বাস বলেন, কেউ যাতে পলিথিন ব্যবহার করতে না পারে, সেজন্য আমরা কঠোর পদক্ষেপ নেব। বিকল্প ব্যাগ হিসেবে বাজারে ইতোমধ্যে পাট ও কাপড়ের ব্যাগসহ অনেক কিছু রয়েছে। সরকারও বিকল্প ব্যাগের উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগী।
তিনি...
সেন্ট মার্টিন লিজ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের
অনলাইন ডেস্ক
বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেন্টমার্টিনকে নিয়ে বিভিন্ন তথ্য ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে সেন্টমার্টিনকে অন্তর্বর্তী সরকার লিজ হিসেবে দিচ্ছেন এমন তথ্যও রয়েছে। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললো অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে চালু হওয়া প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং পেজ থেকে জানানো হয়েছে, ফেসবুকে সেনাবাহিনীর একটি চুক্তির ছবি শেয়ার করে সুশান্ত দাস গুপ্ত নামের এক ব্যক্তির সেন্টমার্টিন নিয়ে এক পোস্টে লিখেছেন, ডিল ডান, সেন্ট মার্টিন গন?
মূলত বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিকের মধ্যে ল্যান্ড ফোর্সেস টকস কয়েক বছর ধরে চলছে। এর সপ্তম আসর গত বছরের (২০২৩ সাল) ১৪ থেকে ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ফোর্ট শ্যাফটারে অনুষ্ঠিত হয়েছিলো।
আরও...
সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছে সংবিধান সংস্কার কমিশন। শনিবার মতিঝিলের ড. কামালের কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।
কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ এবং মো. মুসতাইন বিল্লাহ।
সাক্ষাৎকালে তারা সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ড. কামাল হোসেন সকল সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় তার আশাবাদ প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।
উল্লেখ্য, ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন।...
মামলা-মোকদ্দমা করে বিভাজন নয়, একতাই সমবায় আন্দোলনের চালিকাশক্তি: স্থানীয় সরকার উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, একতাই সমবায় আন্দোলনের মূল চালিকাশক্তি। কিন্তু সমবায় সমিতির সদস্য হওয়ার জন্য বিভিন্ন সময় মামলা মোকদ্দমা আদালতে এসেছে। এসব মামলা উচ্চ আদালত এমনকি আপীল বিভাগেও গিয়েছে। সমবায়ের উদ্দেশ্য হচ্ছে একত্রে কাজ করা। মামলা-মোকদ্দমা করে বিভাজন সৃষ্টি কাম্য নয়। একতাই সমবায় আন্দোলনের মূল চালিকাশক্তি, বিভাজন নয়।
উপদেষ্টা আজ শনিবার (২ নভেম্বর) ঢাকার আগারগাঁওস্থ সমবায় অধিদপ্তরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় সমবায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মৎ শাহানারা খাতুন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ...