পেনাল্টি মিস করে এই ম্যাচেও হতাশ করলেন কিলিয়ান এমবাপ্পে। আথলেতিক বিলবাওয়ের মাঠে বুধবার (৪ ডিসেম্বর) রাতে লা লিগায় ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলেক্স বেরেনগার গোলে এগিয়ে যায় বিলবাও। যদিও পরে সমতায় ফিরে রিয়াল। পরে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। কিন্তু ফেদে ভালভার্দের ভুলের মাশুল দিতে হয়েছে শেষদিকে। শেষদিকে গোর্কা গুরুজেটার গোলে জয় নিশ্চিত করে বিলবাও। ম্যাচের শুরুতেই সুযোগ পায় রিয়াল। চতুর্দশ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। অফসাইডের কারণে বাতিল হয় গোল। কিন্তু এর আগে জটলায় পড়ে যান রদ্রিগো। পেনাল্টির আবেদন করে রিয়াল। কিন্তু সেটিও নাকচ করে দেন রেফারি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু গোলের দেখা মেলেনি। বিরতির পর এগিয়ে যায় বিলবাও। ৫৪তম মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ ক্রস থেকে গোলটি...
আবারও পেনাল্টি মিস এমবাপ্পের, হারলো রিয়াল
অনলাইন ডেস্ক
সালাহ শো শেষেও পয়েন্ট খোয়াল লিভারপুল
অনলাইন ডেস্ক
সবধরনের প্রতিযোগিতায় উড়ছিল লিভারপুল। টানা সাত জয়ের পর অবশ্য আর্নে স্লটের দল আটকে গেল নিউক্যাসল ইউনাইটেডে। দল দুটির রোমাঞ্চকর লড়াই শেষ হয়েছে ৩-৩ গোলের ড্রয়ে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সেন্ট জেমস পার্কে শুরুতে এগিয়ে যায় নিউক্যাসল। এরপর শেষ সময়ে মোহামেদ সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে আবার জয়ের পথে ছিল লিভারপুল। তবে ফাবিয়ান শার তাদের জয় কেড়ে নেয়। ঘরের মাঠে ৩৫ মিনিটে নিউক্যাসল লিড নেয় আলেক্সান্দার ইসাকের গোলে। ৫০ মিনিটে কার্টিস জোনস সেই গোল শোধ দিলে ৬২ মিনিটে আবার অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ম্যাগপাইরা। এরপরই শুরু হয় সালাহ শো। ৬৮ এবং ৮৩ মিনিটে জোড়া গোল করে লিভারপুলকে আরও একটি জয়ের পথে এগিয়ে নেন এই মিসরীয় তারকা। তবে ৯০ মিনিটে শারের গোল জয়বঞ্চিত রাখে অলরেডসের। শেষ সময়ে পয়েন্ট খোয়ালেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছেই লিভারপুল। ১৪ ম্যাচ শেষে ৩৫...
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শনী বসুন্ধরা সিটিতে করতে আগ্রহী বিসিবি
অনলাইন ডেস্ক
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আয়োজক দেশ পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির অফিশিয়াল ট্যুর শুরু হয়েছে। গ্লোবাল ট্যুরের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সম্প্রতি আফগানিস্তান ভ্রমণ শেষ করেছে। এর পরবর্তী গন্তব্য বাংলাদেশ। আগামী ১০ ডিসেম্বর থেকে ১৩ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকবে ট্রফিটি। বাংলাদেশে ট্রফিটি সর্বসাধারণের জন্য প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। সেই লক্ষ্যে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আইসিসি ট্রফির প্রদশর্নী করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর আবেদন জানিয়েছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থাটি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরীর সই করা ওই আবেদনে বলা হয়েছে, আইসিসি মেনস...
ডি ব্রুইনা ফিরলেন, ৭ ম্যাচ পর জিতল ম্যানসিটি
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে ইনজুরির কারণে মাঠের বাইরে কেভিন ডি ব্রুইনা। আরও একাধিক খেলোয়াড়কে হারিয়ে তখন থেকেই ধুঁকছে ম্যানচেস্টার সিটি। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ছয় হার আর এক ড্রয়ে স্মরণকালের ভয়াবহ অবস্থার মধ্যে ছিল পেপ গার্দিওলার দল।তবে ডি ব্রুইনা ফিরতেই জয়ের ধারায় ফিরল ম্যানসিটি। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) রাতে নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাঠে ফিরেই এক গোল ও অ্যাসিস্টে ম্যাচসেরা সেই ডি ব্রুইনা। লিভারপুলের কাছে হারের পর চার পরিবর্তন নিয়ে নটিংহামকে আতিথেয়তা দিতে নামে সিটি। এগিয়ে যেতে সময় নেয় মাত্র ৮ মিনিট। ডি ব্রুইনার পাস থেকে স্বাগতিকদের এগিয়ে নেন বার্নার্দো সিলভা। পরে ৩১তম মিনিটে ডি ব্রুইনা নিজেই করেন গোল। সিটি তৃতীয় গোলটি পায় জেরেমি ডকু ৫৭ মিনিটে স্কোরশিটে নাম তুললে। এদিন জয় পেয়েছে চেলসি এবং অ্যাস্টন ভিলাও।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর