বুধবার (১১ ডিসেম্বর) ঢাকার আশুলিয়ার জিরাবো এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক বার্তায়তিতাস জানিয়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত ঢাকার আশুলিয়ার জিরাবো ডিআরএস এর ১০ x ৫০ পিএসআইজি লাইনের আওতাধীন জিরাবো থেকে বিশমাইল রোডের এবং ৪ x ৫০ পিএসআইজি বিতরণ লাইনের সঙ্গে সংযুক্ত ভাদাইল ও এর আশপাশের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া জিরাবো, কাঠগড়া, রাঙ্গামাটিয়া ও এর আশপাশের এলাকায় বিদ্যমান আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।...
কাল ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অনলাইন ডেস্ক
আবদুল মোমেন দুদকের নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে দুদকের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আলী আকবর ও আহসান ফরিদ। সরকার ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এ বিষয়ে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে ড. মোহাম্মদ আবদুল মোমেনের চুক্তিভিত্তিক নিয়োগ চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী বাতিল করা হলো। সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন ড. মোহাম্মদ আবদুল মোমেন।...
র্যাবের বিলুপ্তি চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড আ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) বিলুপ্ত করার সুপারিশ করেছে বিএনপি। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। মেজর (অব.) হাফিজ উদ্দিন বলেন, সরকারের পুলিশ সংস্কার কমিটি বিএনপির কাছে সুপারিশ না চাইলেও আমরা সুপারিশমালা দিয়েছি। রাষ্ট্রের এই অত্যাবশ্যকীয় সেবার (পুলিশ) সংস্কার এখন সময়ের দাবি। সুপারিশমালায় বিএনপি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করেছে বলেও জানান হাফিজ উদ্দিন। তিনি বলেন, পুলিশের বিভিন্ন স্তরের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তকাদের সঙ্গে কথা বলেছি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। অনেকের সঙ্গে কথা বলেছি। জনগণের সঙ্গে পুলিশের দূরত্ব কমানোর সুপারিশ করেছি আমরা। news24bd.tv/TR...
ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে কার্যক্রম শুরু: রিজওয়ানা হাসান
নিজস্ব প্রতিবেদক
ঢাকার ২১টি খাল দখলমুক্ত করতে গঠিত কমিটি ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশে নদ-নদীর সংখ্যা নির্ধারণ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাহহীন সকল নদ-নদী খননের উদ্যোগ নেয়া হয়েছে। বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ চলছে। এছাড়া, হাওর ও বিলের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি জেলায় নদ-নদী দখলমুক্ত করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দের তাগিদ দিয়ে রিজওয়ানা হাসান বলেন, প্রতিটি মন্ত্রণালয়ের সমন্বয়ে নদ-নদীর তালিকা পুনরায় প্রকাশ করতে হবে এবং এতে ভূমি মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করতে হবে। তালিকায় অফিসিয়াল ও স্থানীয় নাম উল্লেখ থাকবে। খাল ও নদীর মধ্যে পার্থক্য করে আলাদা তালিকা প্রস্তুত করতে হবে।...