সব ধর্মের লোকদের নিয়ে ঐক্যবদ্ধ জাতি চাই: জামায়াতের আমির
অনলাইন ডেস্ক
হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে- এমনটাই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা ঐক্যবদ্ধ জাতি চাই, যেখানে সবাই সব ধর্মের মানুষকে সম্মান করবে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে পিরোজপুরের স্বরূপকাঠির জগন্নাথকাঠি বন্দরের উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি দুনিয়াতে বহু জাতির মানুষদের লালন-পালন করতে পারেন। তাহলে মানুষকে ঘৃণা করার আমি কে? দেশের একজন নাগরিক হিসেবে সবার সমান অধিকার থাকতে হবে। সে রকম একটা সম্প্রীতির বাংলাদেশ আমরা চাই।
একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। দোয়া করবেন সেই বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। এ জন্য আমরা আপনাদের দোয়া চাই আপনাদের পাশে চাই।
তিনি বলেন, পিরোজপুর জেলা আমাদের একটা...
আগামী নির্বাচন হবে সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন হবে জাতির জন্য কঠিন এক নির্বাচন। এই নির্বাচন হবে দেশের সবচেয়ে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাদের প্রধান প্রতিপক্ষ দুর্বল মনে হতে পারে। তার মানে এই নয়, বিএনপি ক্ষমতায় চলে গেছে বা ক্ষমতায় যাচ্ছে।
সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে কর্মশালার সমাপনীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, যে কোনো মূল্যে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখতে হবে। ২০ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আবার তারা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাই এই নির্বাচন করে কঠিন থেকে কঠিনতর। দলকে জনগণের কাছে আস্থাশীল করতে প্রতিটি নেতাকর্মীকে দায়িত্ব পালন করতে হবে। গত ৩-৪ মাসে যদি আমাদের কেউ ভুল করে, তাকে সতর্ক করতে হবে।
তারেক রহমান বলেন, নেতাকর্মীদের জনগণের...
রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই: তারেক রহমান
অনলাইন ডেস্ক
গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন। এরপর তিনি বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।
এক পোস্টে তারেক রহমান বলেন, আসুন, রাজনৈতিক প্রতিহিংসার অবসান ঘটাতে আমরা ঐক্যবদ্ধ হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় খুলি, যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।
ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে, এটি অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। আমাদের এই বিশ্বাস দেয় যে শেষ পর্যন্ত ন্যায়বিচার ও ন্যায্যতাই জয়ী হয়।
আরও পড়ুন
একুশে আগস্ট গ্রেনেড হামলা : তারেক রহমান-বাবরসহ সব...