সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে মাঠে নেমেছে বাংলাদেশ। উইকেট বিবেচনায় টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। এ রিপোর্ট লেখা পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ ইউকেটে ৭৭ রান। আফগানিস্তানের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে ৫টি পরিবর্তন এসেছে দলে। জ্বরের কারণে আগের সিরিজটি মিস করা লিটন কুমার দাস ফিরেছেন। প্রায় এক বছর পর ওয়ানডের একাদশে জায়গা হয়েছে আফিফ হোসেন ধ্রুবর। গত বছরের ১৭ ডিসেম্বর নিউজিল্যান্ড সফরে সর্বশেষ ওয়ানডে খেলেন তিনি। এ ছাড়াও ফিরেছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন। একাদশ থেকে বাদ পড়েছেন জাকির হাসান, নাসুম আহমেদ ও শরিফুল। চোটের কারণে সিরিজেই নেই তাওহিদ হৃদয়। পারিবারিক কারণে ছুটি নিয়েছেন মুস্তাফিজর রহমান। বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন...
প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ
হারের প্রতিক্রিয়া জানালেন ভারতের অধিনায়ক আমান
অনলাইন ডেস্ক
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতলো বাংলাদেশ। রোববার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ৫৯ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছে টাইগাররা। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় অধিনায়ক মুহাম্মদ আমান হারের কারণ জানিয়ে বলেন, গত দুই ম্যাচের মতো আমরা ওপেনিংয়ে ভালো শুরু করতে পারিনি। আমাদের ব্যাটিং খুবই ভালো ছিল পুরো টুর্নামেন্টে। তবে, যে ধরনের জুটি আমরা গড়তে চেয়েছিলাম ফাইনালে, সেটা করতে পারিনি। আমান আরও যোগ করেন, টস জিতে আমরা ভেবেছিলাম আরও কমে হয়তো তাদের অলআউট করতে পারব। তবে, তারা যে খুব বেশি রান করেছে ,সেটাও বলা যাবে না। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। এই ম্যাচ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আশাকরি আগামীতে ভালো কিছু হবে। এর আগে, টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ...
এশিয়া কাপ জয়ে অনূর্ধ্ব ১৯ দলকে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
অনলাইন ডেস্ক
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বাংলাদেশের জয়ের পর গণমাধ্যমে তিনি ওই অভিনন্দন বার্তা পাঠান। দুবাইয়ে ভারতকে হারিয়ে আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলো বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে...
ভারতকে কাঁদিয়ে এশিয়া সেরা বাংলাদেশ
ভারতকে হারিয়ে আবারও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতলো বাংলাদেশ। গত বছর ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জেতা বাংলাদেশের যুবারা আজও ভারতকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয়বার এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলল। আজিজুল হাকিমরা আজ জিতেছে ৫৯ রানে। টসে হেরে ব্যাটিং পাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৪৯.১ ওভারে অলআউট হওয়ার আগে করতে পেরেছিল ১৯৮ রান। এই রানটাই ভারতের জন্য পাহাড়সম হয়ে যায় বাংলাদেশের পেসারদের দাপটে। ভারত ৩৫.২ ওভারে অলআউট হয় ১৩৯ রানে। যুব এশিয়া কাপে নয়বার ফাইনাল খেলে এবারই প্রথম চ্যাম্পিয়নের ট্রফি হাতে নিতে পারল না ভারতীয়রা। দ্বিতীয় ওভারে আয়ুশ মাত্রেকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার আল ফাহাদ। পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময়-বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর