আগামীকাল অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর মিশনে মাঠে নামবে বাংলাদেশ। দুই দলই শিরোপা ধরে রাখার লড়াইয়ে মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় বেলা ১১টায় শুরু হবে ম্যাচটি। ইতিহাসের দিক দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সবচেয়ে সফল দল ভারত। ১০টি টুর্নামেন্টের মধ্যে ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবং একবার পাকিস্তানের সঙ্গে শিরোপা ভাগাভাগি করেছে। আরও পড়ুন দেশবাসীর কাছে ভারতকে হারাতে দোয়া চাইলেন তামিম ০৬ ডিসেম্বর, ২০২৪ অপরদিকে, বাংলাদেশ একবার যুব এশিয়া কাপ জিতেছে এবং গত চার টুর্নামেন্টে এবার তৃতীয়বার ফাইনালে উঠেছে। ২০১৯ সালে রানার্সআপ, ২০২৩ সালে চ্যাম্পিয়ন এবং আগামীকাল তাদের চ্যালেঞ্জ ভারতের বিপক্ষে। এর আগে গ্রুপ পর্বে দুই দলই রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।...
ভারত বধের লড়াই আগামীকাল, খেলা দেখবেন যেভাবে!
অনলাইন ডেস্ক
মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা
অনলাইন ডেস্ক
ফুটবলে সবচেয়ে বেশি উত্তাপ ছড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচকে ঘিরে। ফুটবলের এই দুই পরাশক্তি ক্রিকেটের দিক থেকে বেশ পিছিয়ে। কখনো বিশ্বকাপ খেলতে পারেনি তাদের কেউই। তবে বরাবরই তারা অংশ নেয় আইসিসি টি২০ বিশ্বকাপের উপ আঞ্চলিক বাছাই পর্বে। আমেরিকা থেকে উপ-আঞ্চলিক বাছাই পর্বে আজ নিজ নিজ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। দুই দলের জন্যই আজকের ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ। উপ আঞ্চলিক বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আজ আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ বেলিজ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। একই প্রতিযোগিতায় আজ মাঠে নামবে ব্রাজিল। উপ আঞ্চলিক বাছাই পর্বে সেলেসাওদেরও এটি দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। উল্লেখ্য, দুই দলই আমেরিকা থেকে উপ আঞ্চলিক...
আইরিশদের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
অনলাইন ডেস্ক
নিজেদের দাপুটে পারফরম্যান্সে ওয়ানডেতে সফরকারী আইরিশ মেয়েদের হোয়াইটওয়াশ করেছিলো টাইগ্রেসরা। কিন্তু টি২০ তে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা। হার দিয়ে টি২০ সিরিজ শুরু করেছিলো স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হের এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা। শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। আরও পড়ুন আইরিশদের কাছে টাইগ্রেসদের হার ০৫ ডিসেম্বর, ২০২৪ দলের পক্ষে লউরা ডিলানি করেন সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রান। এছাড়া ওরাল পেনডারগাস্ট ৩২ ও এমি হান্টার করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নেন ২টি উইকেট। ১৩৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানের...
রোনালদোর গোলের পরেও ইত্তিহাদের কাছে হারলো নাসর
অনলাইন ডেস্ক
আবারও গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সৌদি প্রো লিগে পর্তুগিজ এই তারকার গোল সত্ত্বেও আল ইত্তিহাদের কাছে হেরেছে তার ক্লাব আল নাসর। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ইত্তিহাদের কাছে ১-২ গোলে হেরেছে নাসর। এ হারে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে আল নাসর। অন্যদিকে, করিম বেনজেমার আল ইত্তিহাদ নেইমারের আল হিলালের থেকে এক ম্যাচ বেশি খেলে ৫ পয়েন্ট বেশি নিয়ে আছে শীর্ষে। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে প্রথমার্ধে গোল করতে পারেনি কোনো দলই। এরপর ম্যাচের ৫৫তম মিনিটে ডেডলক ভাঙেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। তারই সাবেক রিয়াল সতীর্থ রোনালদো সেই গোল শোধ দেন দুই মিনিট না যেতেই। তবে ইনজুরি সময়ে বাজিমাত করেন স্টিভ বারউইন। যোগ করা সময়ের প্রথম মিনিটে তার গোলেই ৩ পয়েন্ট নিশ্চিত করে আল ইত্তিহাদ।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর