ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
ঝিনাইদহ প্রতিনিধি
<p style="text-align:justify">ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার ভান্ডারিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।</p>
<p style="text-align:justify">স্থানীয়রা জানান, ওই গ্রামের কৃষক ছবেদ আলী বাড়ির পাশের স্কুলে নাতিকে দিয়ে ফিরছিলেন। পথে &nbsp;বাড়ির সামনে পৌঁছালে ওই সড়কে চলা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান।</p>
<p style="text-align:justify">news24bd.tv/নাহিদ শিউলী</p>
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় ৪৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) রাতে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বাদী হয়ে ৫৫ জনের নাম উল্লেখসহ ৪০০ জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে এ মামলা করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৬ নভেম্বর বিকেলে কোটালীপাড়ার ভাঙ্গারহাট এলাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারীর পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রম্মচারীর গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। মিছিল চলাকালে বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায় বলে অভিযোগ। এতে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদসহ তিনজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনার ৬ দিন পর কোটালীপাড়া থানা পুলিশ ৪৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে।
ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, চিন্ময় কৃষ্ণ দাস...
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন, কাশিয়ানী হাইওয়ে থানার এসআই মো. রোমান মোল্লা।
নিহতরা হলেন, দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী (৫৫) ও ভ্যান চালক (ফেরীওয়ালা) যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।
স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর গামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসকে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে বাসটি সামনে দাড়িয়ে...
গাজীপুরের টঙ্গীর উত্তর-পূর্ব অঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণকারী কামু বাহিনীর প্রধান কামরুল ইসলাম কামুকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২ ডিসেম্বর) ভোর চারটার দিকে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম কামু টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন ২৪ মামলার সাজা প্রাপ্ত আসামী কামরুল ইসলাম ওরফে কামু। টঙ্গীতে ফিরেই তিনি এলাকাটির উত্তর পূর্বাঞ্চলের অপরাধ জগতের নিয়ন্ত্রণে নেন। নিজ নামেই...