'সবাইকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলব'

ছবি সংগৃহীত

'সবাইকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলব'

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সবাইকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ঢাকা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

বৃহস্পতিবার মেয়র হিসেবে শপথ গ্রহণের পর ধানমণ্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আতিকুল ইসলাম বলেন, 'শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্ন ঢাকা দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তার বার্তা আমরা বুঝতে পেরেছি।

সম্মিলিতভাবে সবাইকে সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন ঢাকা গড়ে তুলব। '

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম কাজ বলে কিছু নেই। তবু রাজধানীতে যানজট একটি বড় সমস্যা। এ নিয়ে আমি কাজ করব।

প্রয়াত মেয়র আনিসুল হক ছয়টি বাসরুটের কোম্পানি করার জন্য কাজ করছিলেন। এই প্রকল্পটি এখন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র দেখছেন। আমি খুব শিগগিরই তার সঙ্গে এ নিয়ে আলোচনা করবো এবং রাজধানী ঢাকা যেন একটি যানজটমুক্ত শহর হয় সেজন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।

ঢাকার বেশ কিছু সমস্যা রয়েছে উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, অনেকে আমাকে মশার উপদ্রবের কথা বলেছেন। এছাড়া জলাবদ্ধতা, যানজট, মাদক ও সন্ত্রাস– এমন অনেক সমস্যা আছে। আগামী রোববার প্রথম অফিস করব। তারপর খুব দ্রুত সবাইকে সঙ্গে নিয়ে বসবো যেন বর্ষাকালের আগে কিছু কাজ করা যায়।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর