বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পণ্ড

ছবি সংগৃহীত

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা পণ্ড

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হওয়ার কথা ছিল দ্বিতীয় টেস্ট। তবে ওয়েলিংটনে আকাশ ভেঙে তুমুল বেগে বৃষ্টি ঝরছে। বৃষ্টি বাগড়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। বিলম্বে হলেও খেলা মাঠে গড়ায়নি।

বৃষ্টি থামার কোনো সম্ভাবনা বা লক্ষণ আপাতত নেই। এতে ভেসে গেল প্রথম দিন। বৃষ্টি পেটে চলে গেল দিনের খেলা।

দুপুরে মাঠ পরিদর্শন করেন আম্পায়াররা।

তারা সরাসরি প্রথম দিনের খেলা পণ্ড ঘোষণা করেন। প্রথম দিনের ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনে খেলা শুরু হবে আধ ঘণ্টা আগে। তবে খেলা গড়াবে বলে মনে হচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার বিকেল পর্যন্ত বৃষ্টির শঙ্কা আছে।

এর আগে সকালে ছাতা মাথায় দিয়ে মাঠে দাঁড়িয়ে ধারাভাষ্যকার মার্ক রিচার্ডসন জানান, অঝোর ধারায় আকাশ কাঁদছে। টানা বৃষ্টি কখন থামবে তা বলা মুশকিল। বৃষ্টি থামলেও মাঠ শুকাতে সময় লাগবে। অধিকাংশ স্থানে পানি জমে গেছে। মাঠ খেলার উপযোগী করে তুলতে গোটা দিন লেগে যেতে পারে।

এদিন ভেন্যুতে কোনো দলের ক্রিকেটারদের দেখা যায়নি। বৈরি ও প্রতিকূল আবহাওয়ার কারণেই হয়তো তারা পা বাড়াননি। অবশ্য বাংলাদেশ কোচ স্টিভ রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটকে মাঠে দেখা গেছে।


(নিউজ টোয়েন্টিফোর/কামরুল)

সম্পর্কিত খবর