চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে চরপাথরঘাটা ব্রিজঘাট এলাকার এস আলম মাঠের ভেতরে পরিত্যক্ত পুকুর থেকে এসব মোটরসাইকেল উদ্ধার করা হয়। কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার মোবারক হোসেন বলেন, ব্রিজঘাট এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। সেগুলো থানায় এনে আইনি প্রক্রিয়া চলছে। news24bd.tv/কেআই
পরিত্যক্ত পুকুরে মিলল ৪ মোটরসাইকেল
অনলাইন ডেস্ক
মেয়েকে কুপিয়ে হত্যা করল সৎ মা, বিষপানে পিতার আত্মহত্যার চেষ্টা
নাটোর প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন (৮) নামের এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সৎ মা নুপুর বেগম এর বিরুদ্ধে এই হত্যার অভিযোগ এনে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কুপিয়ে হত্যার পর মেয়ের লাশ পুকুরের পানিতে ফেলে দেয়া হলে সেখান থেকে লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ সোমবার সকাল ৮ টায় উপজেলার দীঘল গ্রামে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র শিশুটির পিতা হাফিজুল ইসলাম বিষপানে আত্মহত্যার চেষ্টার করলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নাটোর সদরের গোকুল নগর গ্রামের দিন মজুর হাফিজুল ইসলাম তার মেয়ে হাওয়া খাতুন ও দ্বিতীয় স্ত্রী নুপুর বেগম কে নিয়ে সিংড়া উপজেলার দীঘল গ্রামের জনৈক নজরুল ইসলামের পুকুর পাহারা দেয়ার জন্য পুকুর পাড়ে বসবাস করত। সোমবার সকালে মেয়ে কে কুপিয়ে হত্যার পর পুকুরের পানিতে ফেলে দেন সৎ মা নুপুর...
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্ক
ফরিদপুরে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতগামী লাবনী রেডিমেড মিক্সারের একটি ট্রাকের সংঘর্ষে মো. মিলন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (০৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভুঁইয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ফরিদপুর থেকে মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে লাবনী রেডিমেড কনস্ট্রাকশনের একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মিলন নামে এক ব্যক্তি নিহত হন। আহত হন অন্তত পাঁচজন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। আরও পড়ুন চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, কুকুরের ঘেউ ঘেউ শব্দে মিলল মরদেহ ০৯ ডিসেম্বর, ২০২৪ ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
ডিবি হারুনের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান
নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের মিঠামইনে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদের প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড -এনবিআর। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযানে ব্যাপক আর্থিক অনিয়মের সত্যতা পেয়েছে তারা। একইসঙ্গে রিসোর্ট নির্মাণের সময় সাধারণ জমি দখলেরও সত্যতা পাওয়া গেছে। তারা জানান, জমি দখলের সময় সাধারণ মানুষকে হুমকি দেয়া ও ক্ষমতার অপব্যহারেরও অভিযোগ করেছেন তারা। ৪০ একর জমির ওপর প্রেসিডেন্ট রিসোর্ট গড়ে তোলেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন ও তার পরিবারের সদস্যরা। news24bd.tv/FA
সর্বশেষ
সর্বাধিক পঠিত