রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার বায়ুমান নিয়ে সতর্ক বার্তা দিয়েছে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়। বাইরে গেলে মাস্ক পরার পরামর্শ এবং সংবেদনশীল ব্যক্তিদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা অবলম্বনের আহ্বান জানায় মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বলা হয়, ঢাকা ও তার আশপাশের জেলা শহরে বায়ুর গুণগতমান মাঝে মাঝেই অস্বাস্থ্যকর অবস্থা থেকে ঝুঁকিপূর্ণ (AQI 250) অবস্থায় উপনীত হচ্ছে। এমতাবস্থায় জনসাধারণকে ঘরের বাইরে অবস্থানকালে মাস্ক পরিধান করা এবং সংবেদনশীল ব্যক্তিদের জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে অবস্থান না করার জন্য পরামর্শ দেওয়া হলো। বিজ্ঞপ্তিতে ইটভাটা, শিল্প-কারখানার মালিক এবং সাধারণ মানুষকে কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা, নির্মাণস্থলে ছাউনি ও বেষ্টনী স্থাপন...
অতি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
প্রতিদিন আমরা নানা প্রয়োজনে বিভিন্ন মার্কেটে যাই। কিন্তু গিয়ে যদি দেখা যায়, মার্কেটটি বন্ধ তবে কার না মেজাজ খারাপ হয়। আসুন জেনে নেই মঙ্গলবার (১০ ডিসেম্বর)) রাজধানীতে বন্ধ থাকছে কোন কোন এলাকার মার্কেট ও দোকানগুলো। বন্ধ থাকবে যেসব মার্কেট: বসুন্ধরা সিটি, মোতালেব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসুল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, আনাম র্যাংগস প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা। যেসব এলাকার দোকানপাট বন্ধ: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার,...
মোটরসাইকেলের ধাক্কায় কারওয়ান বাজারে পথচারী নিহত
অনলাইন ডেস্ক
রাজধানী ঢাকার তেজগাঁওয়ের কারওয়ান বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালকসহ আরোহী। রবিবার (৮ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নিহতকে হাসপাতালে নিয়ে আসা মোটরসাইকেল আরোহী আই এফ রহমান আদি (২১) জানান, তিনি তার এক বন্ধু শাকিলের মোটরসাইকেলর পেছনে বসে তেজগাঁও কারওয়ান বাজার এলাকা দিয়ে যাওয়ার সময়ে হঠাৎ এক বৃদ্ধ মোটরসাইকেলের সামনে পড়ে যায়। পরে তার সঙ্গে ধাক্কা লেগে তারাও গাড়ি নিয়ে পড়ে যান। এতে তিনজনই আহত হন। পরে আমি (আদি) পথচারী ওই বৃদ্ধকে রাত সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। ফারুক বলেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স...
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
অনলাইন ডেস্ক
সোমবার রাজধানীর বেশ কয়েকটি এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। এর মধ্যে কিছু মার্কেট বন্ধ থাকবে অর্ধদিবস। তাই শপিং বা কেনাকাটার জন্য কোনো মার্কেটে যাওয়ার আগে দেখে নিন সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর কোন কোন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে। যেসব এলাকার মার্কেট বন্ধ আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর